নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ চেহেরায় থাকে না, থাকে বুকের ভিতর। এর কোন বিবর্তন নেই। এ সৃষ্টির সেরা।

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি)

লেখক

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) › বিস্তারিত পোস্টঃ

জাতি কি আদৌও দায় মুক্ত?

২০ শে মে, ২০১৬ রাত ২:১৯

দেশ স্বাধিন হয়েছে প্রায় ৪৫ বছর হল । আমার জন্মেরও প্রায় দুই যুগ আগে।৪৫ বছর আগে যারা এ দেশের সাথে,দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল ,নিজ দেশের মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছিল,হত্যা করতে পাকিস্তানীদের সাহায্য করেছিল সেই নষ্ট আত্নার মানুষ গুলোকে আমরা যুদ্ধাপরাধি হিসাবেই জানি।আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে শুনে এসেছি বাংলাদেশের কিছু পরিচিত যুদ্ধাপরাধির নাম।একে একে প্রায় অনেকেরই বিচার হয়েছে এই স্বাধিন বাংলাদেশে।আমি খুব খুশি,জাতিয় নিশ্চয় অনেক খুশি।আমি জানিনা যাদের বিচার হয়েছে তারা সত্যিই যুদ্ধাপরাধি ছিল কিনা।তবে আমি অনেক ছোট থেকেই এদের নামই শুনে এসেছি যুদ্ধাপরাধি হিসাবে।দেশের সর্বোচ্চ আদালত এদের অপরাধি প্রমান করে ফাসি দিয়েছে ।এতে বাংলার অনেক অনেক মানুষ খুব খুশি হয়েছে।এই খুশি হওয়া মানুষ গুলোর মধ্যে অসংখ্য মুক্তিযোদ্ধাও ছিল । তাই আমি খুব সহজেই মেনে নেয় যে আসল অপরাধির বিচার হয়েছে ।৪৫ বছর আগে যেসব নষ্ট মানুষ নিজ দেশের মানুষের স্বাধিন অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল ,অন্যায় ভাবে হত্যা করেছিল তাদের বিচার এই বাংলাদেশে হয়েছে ।নিশ্চয় এটি একটি ইতিহাস সৃষ্টিকারী উজ্জ্বল দৃষ্টান্ত । অনেকের মতে জাতি দায় মুক্ত হয়েছে।কিন্তু আমার মনে একটি প্রশ্ন বারবারই আসছে,সত্যিই কি আমরা,আমাদের জাতি দায় মুক্ত হয়েছে ?

৪৫ বছর সে তো অনেক আগের কথা।এই বর্তমান সময়ে যেসব মানুষের স্বাধিন অধিকার ছিনিয়ে নিয়ে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে,হচ্ছে জাতি কি তাদের কাছে দায় বদ্ধ নয়?যারা এখন এই স্বাধিন বাংলাদেশে স্বাধিন মানুষের স্বাধিন অধিকার ছিনিয়ে নিয়ে হত্যা করছে তাদের কি বলব?৪৫ বছর আগে যারা এমন অন্যায় করেছিল তাদের পরিচয় তো ছিল যুদ্ধাপরাধি।তবে বর্তমানে যারা এমন করছে তাদের পরিচয় কি?এরা কি সেই ৪৫ বছর আগের যুদ্ধাপরাধির চেয়েও বেশি জঘন্যতম,অন্যায়কারী নয়?তাদের যদি বিচার করতে পারি,তবে এদের নয় কেন?তাদের বিচার হলে এদের হচ্ছেনা কেন?তবে জাতি কি সত্যিই এদের কাছে দায় বদ্ধ নয়?

তনু নামের একটি হাস্যোজ্জ্বল মেয়ে ছিল বাংলাদেশে।দুচোখে হয়ত অনেক স্বপ্ন বুনত সে।তার সে স্বপ্ন গুলোকে যে অন্যায় ভাবে কেড়ে নিল,জাতি কি সেই তনুর কাছে দায় বদ্ধ নয়?সাগর-রুনি,বিশ্বজিৎ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক এর কাছে?এদের বিচার কি হবেনা?কবে হবে?জাতি কি এদের কাছে দায় মুক্ত হতে চায়না?জাতি বলতে কাদের বুঝায়?আমাদেরাই কি জাতি নয়?যদি আমরাই জাতি হই তবে এ দায়টি কি আমার,আপনার,আপনাদের সবার না?যদি এ দায় আমাদেরই হয়,তবে সে দায় কি মুক্ত হতে হবেনা?

----রাহাত চোধুরী( দুঃখ বিলাসী কবি)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: তনুর ব্যাপারে আমি সবার আগে প্রথম পোষ্টমর্টেমের ডাক্তারের বিচার চাইবো।।

২১ শে মে, ২০১৬ রাত ১২:৫০

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: এটা আমাদের সবার দাবি

২| ২০ শে মে, ২০১৬ সকাল ৮:৫৬

সোজোন বাদিয়া বলেছেন: যুদ্ধাপরাধের বিচারের নামে বাংলাদেশে চল্লিশ বছর পর যা হলো, সেটাকে যদ্দিন আপনি বিচার মনে করছেন, তদ্দিন আপনার কাছ থেকে আশা করার কিছুই নেই। আবার বলবেননা যেন আমি নিশ্চয়ই একজন রাজাকার :)

২১ শে মে, ২০১৬ রাত ১২:৪৯

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: আপনাকে রাজাকার বললে তো আর আপনি রাজাকার হয়ে যাবেন না।আপনার মত প্রকাশের স্বাধিনা আছে,আপনার কাছে যা রাইট মনে হয়েছে আপনি তাই বলেছে।কিন্তু আপনার কাছে যা সঠিক আমার কাছে তা নাও হতে পারে ।। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.