![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই বাংলাদেশ নামক এই অঞ্চলটা আসলে কতটা পুরানো? অনেক অনেএএক আগে যখন বাংলাদেশ ছিল না, কেমন ছিল আমাদের এই এলাকাটা? কেমন ছিল মানুষগুলো, তাদের জীবন জীবিকা। একটু ঘাটাঘাটি করছিলাম আমাদের অতীত ইতিহাস নিয়ে। যা জানতে পারলাম তার কিছুটা বেশ অবাক করার মতো , আর কিছুটা আগেই জানা ছিল।
যে সময়টার কথা বলছি, তখনো মুহাম্মদ (স: ) পৃথিবীতে আসেননি; যিশুখ্রিষ্টেরও জন্ম হয়নি মধ্যপ্রাচ্যের কোন নিশ্চুপ কোনায়। এই ধরেন ২০০০ হাজার বছরেরও আগের ঘটনা।
এই বাংলা অঞ্চল ইতিহাসের বর্ণনায় Bengal Delta বা বঙ্গীয় ব-দ্বীপ নামে পরিচিত। দেখতে বাংলা ব-অক্ষরের মতো দেখতে, তাই এই নাম। এই ব- অক্ষরের পেটটা আবার হাজার হাজার নদীনালা দিয়ে কাটাকুটি করা। প্রায় ৪০,০০০ হাজার বছর আগের সময়কার কথা। এই ব-অক্ষরের মতো দেখতে এলাকাটার উত্তর দিকের উচু এলাকাটা ঘন বন-জঙ্গল। আর দক্ষিণের নিচু এলাকাটা জলাভূমির মতো। তখনো মানুষের বসবাস শুরু হয়নি এখানে। শুধু গাছপালা, বন্য জন্তু, জলাভূমি।
তো সেই ৪০,০০০ বছর আগে প্রথম আগমন ঘটে এই এলাকার আদিম মানুষদের। প্রাচীন বাংলার পশ্চিম দিকে হিমালয়ের পর্বত। সেই পর্বতের গা ঘেষে বঙ্গোপসাগরের দিকে হাটতে হাটতে ধীরে ধীরে আসতে থাকে বাংলার প্রাচীন অধিবাসীরা। কোথা থেকে এল আমাদের এই পূর্বসূরিরা? নিশ্চিত করে বলা মুশকিল, তবে মধ্যপ্রাচ্য থেকে আসার সম্ভাবনা প্রবল। এটা নিয়ে আরেকদিন লিখব হয়তো।
গত ২০২০-২০২২ সালের দিকে কুমিল্লায় লালমাই পাহাড় এলাকায় অনেকগুলো নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা Artifact পাওয়া যায়। এই নিদর্শন গুলোর বয়স অন্তত ১২,০০০ হাজার বছর বা তারো বেশি (পাথর-যুগ) । পাথর দিয়ে হাতিয়ার বানানোর শিল্পের অস্তিত্ব খুজে পাওয়া যায় এই লালমাই, সিলেটের চাকলাপুঞ্জি, ভারতের পশ্চিমবঙ্গ, এবং মায়ানমারে। এগুলো মূলত পশু শিকারে কিংবা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন হাতিয়ার - এই যেমন ধরেন কুঠার, ছেনি এই জাতীয় জিনিসপত্র। এই বাংলায় যে এতো আগে এরকম উন্নত প্রযুক্তির জিনিসপত্র ব্যবহার শুরু হয়েছে তা এবারই প্রথম জানা গেলো।
এরপরে আসলো কৃষিকাজ। আজ থেকে প্রায় প্রায় ১৫০০০ বছর আগে এই এলাকার মানুষ বুনো পশু পোষ মানালো আর কৃষিকাজের উপায় বের করে ফেললো। এই সময়টাতে মানুষ বনে জংগলে ঘুরে ঘুরে "বুনো ধান" সংগ্রহ করে জমিয়ে রাখতো - ধানের বীজ থেকে চাষাবাদ করার উপায় জানা ছিল না। কিন্তু খুব দ্রুতই তারা আবাদি জমিতে সেচ কাজ আর ধান চাষ করার উপায় বের করে। পৃথিবীর প্রথম ধানচাষ সম্ভবত এই বাংলা এলাকাতেই শুরু হয়ে ছিল- তবে এটা পুরোপুরি নিশ্চিত না।
বাংলার মানুষজন কেন এত ভাত পছন্দ করে, আর একবেলা ভাত না খেলে কেন পেটের মধ্যে হায়হায় করে তার একটা ব্যাখ্যা পাওয়া গেল। গত ১৫০০০ হাজার বছর ধরে ভাত খেয়ে আসছি যে!
(চলবে
তথ্যসূত্র:
1) A History of Bangladesh
Book by Willem Schendel
2) Prehistory of Bangladesh in the Light of Recent Discovery
https://journal.cenraps.org/index.php/cenraps/article/view/102/77
ছবি: Stock photos from Internet.
©somewhere in net ltd.