নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে সবসময় হাসিখুশি রাখি,অন্যদের সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করি,চরম কষ্টের মুহুর্তেও হাসি দিয়ে সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করি,লিখা পড়তে ভালোবাসি লিখালিখি করতে আরও বেশি ভালোবাসি। সামর্থ্য নেই তাতে কি,স্বপ্ন টা হোক আকাশ ছোয়া।

Rahman Tamim

Rahman Tamim › বিস্তারিত পোস্টঃ

গায়ের রঙ \' কালো \' যেনো কারো দুর্বলতার কারণ না হয়।

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

- কিরে ফারুক,কই যাস?

- কোথাও না ভাই!

- কি অবস্থা তোর?

- ভালো ভাই,আপনার?

- আমারওও ভালা,চা খাবি?

- নাহহ ভাই,আপনিই খান!

- কিল্লাইগা? চা খাইলে কালা হইয়া যাবি তাই? তুই তোহ এমনিওও কালা হা হা হা!!

- জ্বী ভাই আমি কালো,আমার নানী বলছিলো কালা গলার মালা!! :)

- হ কালা হচ্ছে জুতার মালা,তোরে তোহ অন্ধকারে দেখাও যাইবো না এত্তত্ত কালো...

- আপনি ফর্সা বুঝলাম কিন্তু ভাই অন্ধকারে তোহ আর আপনার চামড়া আলো হয়ে জ্বলে উঠবে না,দেখা আপনারেও যাবে না... :D

- বেশি বেয়াদব হইয়া গেসস তর্ক করস??

- নাহ ভাই তর্ক কেন করবো? বলতে চাচ্ছিলাম যে এই কালো চামড়া নিয়েও মৃত্যুর পর আমার কবরটা যেমন হবে আপনারটাও কিন্তু ঠিক একই হবে...। :)

- জ্ঞান দিস না আমারে,হালা কাইল্লা,নিজের চেহারা দেখসস? এত্তত্ত কালা কেন তুই??

- মা বলছিলো ছোটবেলাই খুব ফর্সা ছিলাম,বড় হওয়ার পর সারাদিন রোদে রোদে ঘুড়তাম তোহ তাই আমার শরীরের ফর্সাময় শরবত টা সুর্যমামা টেনে খেয়ে ফেলসে এরপরই আমি কালো হয়ে গেছি...।

- কি লেম কথা কস,রোদে তোহ আমিও থাকি তোহ আমি এত্তত্ত ফর্সা কেন? -_-

- কারন ভাই আপনি হয়তো ছোটবেলাই কালো ছিলেন এজন্য ঘড় থেকে বাইর হইতেন না,তখনই সুর্যমামা আমার থেকে খাওয়া ফর্সাময় শরবত টা ট্রান্সফার করে আপনারে দিয়া দিসিলো বুঝেন নাই ব্যাপারটা?? :D

- এই ফর্সাময় শরবত কি আবার? :/

- যেটা আমার থেকে সুর্যমামা খাইয়া ফেলসে!

- সুর্য আবার শরবত খাই কেমনে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.