![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আকাশে নাকি আজ গাঙচিল উড়ে... ডানার ঝাপটাতে আকাশ টা নাকি আজ মেতে থাকে সারাটাক্ষন... নির্জনতা নাকি আজ তোমাই আর আকড়ে ধরে না... রাতের নীরবতায় এখন আর তুমি সুখ খুজো না... তোমার চোখের কোনে মেঘগুলো জমে আজ আর বৃষ্টি ঝড়ায় না...।
একটা সময় ছিলো হিসাবহীন রাত তুমি নির্ঘুম কাটাতে... যে সময়টাই তোমার রাত হতো ঠিক ভোরে... সে রাত গুলোই বালিশ আকড়ে ধরে তুমি বোবাকান্নাই মেতে উঠতে... কারও চোখের কাজল গুলো চোখের পানিতে ধুইয়ে লেপ্টে যেতো... অপরপাশে অন্যকেও ধোয়া গুলো অনুভূতির বাতাসে নিকোটিন এর মাধ্যমে উড়াতো... আবেগ মাখা কিছু গান আর পুরোনো কিছু বিদ্ধস্থ সৃতি নিয়ে রাত টা তোমার কেটে যেতো একইভাবে প্রতিটাদিন...।
অপূর্ণ থেকে যাওয়া ভালোবাসাটা আর তোমায় পোড়ায় না... তুমি মাটিতে মুখ থুবড়ে পরে আবারও উঠে দাড়িয়েছো,উঠে দাঁড়িয়ে এখন দৌড়াতে শিখেছো... হতাশা নামক পোকাগুলো এখন আর তোমার মস্তিষ্কে বাসা বাধতে পারে না... যাবতীয় দু:খ,কষ্ট,হতাশাগুলো আর তোমার ভিতরে কোনো আচর কাটে না... এখন তুমি পরিণত,খুব বেশি পরিণত...।
©somewhere in net ltd.