নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে সবসময় হাসিখুশি রাখি,অন্যদের সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করি,চরম কষ্টের মুহুর্তেও হাসি দিয়ে সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করি,লিখা পড়তে ভালোবাসি লিখালিখি করতে আরও বেশি ভালোবাসি। সামর্থ্য নেই তাতে কি,স্বপ্ন টা হোক আকাশ ছোয়া।

Rahman Tamim

Rahman Tamim › বিস্তারিত পোস্টঃ

তোমার বন্ধ হয়ে যাওয়া দর্জাটাতে ভুল করেও আর দ্বিতীয়বার কড়া নাড়ি নি

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০

তুমি কিভাবে জানবে,কাশফুলের রাজ্যে আমি হারিয়েছি কতবার... পিচঢালা রাস্তায় আনমনে হেটে গেছি কত সহস্র হাজার বার... অপলক দৃষ্টিতে শুধু আকাশে পাখির ঝাকগুলো উড়ে যেতে দেখেছি একা একদম একা... পাহাড়ের চূড়ায় বসে কাটিয়ে দিয়েছি কতগুলো গোধুলী বিকেল তা তুমি জানো না... বৃষ্টিতে ভিজে একদম চুপসে যেয়ে অনেকগুলো রাত বাড়ি ফেরার সে গল্পগুলো তোমার এখনও অজানা...।
.
তোমার ছিলো শুধু দিনের পর দিন অবহেলা করার অভ্যাস... কারনে অকারনে ঝগড়া করাতে পারদর্শী ছিলে খুব... সম্পর্ক ভাঙার রুলস গুলো তোমার মাথায় ঘুড়তো সারাটাক্ষন... তুমি শুধু জানতে একজনকে কিভাবে খেলনা হিসেবে খেলা যায়,খেলা শেষে ফেলে দেয়া যায়... তোমার রাজ্যে ছিলো অন্যসব মানুষের বসবাস কিন্তু আমার রাজ্যে ছিলো তোমার বসবাস...।
.
আমি বোকার রাজ্যে বসবাস করেছি... মাঝপথে হাতটা ছেড়ে যখন চলে গেলে আমার একটুও খারাপ লাগে নি... শুধু মানুষরূপী অমানুষগুলোকে চিনতে শিখছি... হোচট খেয়ে পরে যেয়েও আবার উঠে গেছি,জীবনের মোরটাতে ঘুড়ে দাড়াতে শিখছি... যত ধাক্কা খাইসি তত বেশি পাক্কা হইসি... তোমার বন্ধ হয়ে যাওয়া দর্জাটাতে ভুল করেও আর দ্বিতীয়বার কড়া নাড়ি নি...। :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভাল করেছেন।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০২

Rahman Tamim বলেছেন: ধন্যবাদ - ফরিদ আহমদ চৌধুরী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.