![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের বাতাসে স্নিগ্ধ সাদা গাঙচিল হয়ে উড়ে বেড়ানো হয়তো অনেক বেশি মজার,ভর দুপুরে বট গাছের উপর দাঁড়িয়ে যদি তোমাই ডাক দি শুনবে? কিংবা কোনো এক গোধূলি বিকেল বেলায় পাহাড় চূড়ায় বসে যদি আকাশের উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দি মেঘের সাথে ভেসে কি তা তোমার কাছে পৌছাবে? কোনো এক গুহার ভেতর যদি অনেক রাত্রি কাটাই,কোনো এক রাতে যদি গলা ফাটিয়ে চিৎকার করে অনবরত তোমাকে ডাকি সে শব্দগুলো কি তোমার কান স্পর্শ করবে?
উত্তরগুলো শুনার অপেক্ষায় আমি তখন সে পরিস্থিতি গুলোতে হয়তো বেচে থাকবো, পাহাড় চুড়ায় বসে মেঘ গুলোকে কানে কানে প্রতিটামুহুর্তে জিজ্ঞেস করবো,মেঘ ঝরে যখন বৃষ্টি হবে বৃষ্টির সে শীতল স্পর্শ গুলো আমায় জানান দিবে হ্যা তোমার কাছে আমার কথাগুলো পৌছেছে,তুমি শুনেছ...।
আচ্ছা যদি শব্দগুলো বাধা খেয়ে ফেরত আসে, শত সহস্রবছর যদি আমার সে গুহাটাতেই কাটানো লাগে... প্রতিটাদিন না হয় চিৎকার করবো 'মেঘকন্যা,তুমি কি শুনো না?,তোমার কাছে কি আমার কথা গুলো পৌছায় না?',গলা ফেটে নাহয় রক্ত বের হবে একটাসময় আমি ক্লান্ত হয়ে যাবো,চিৎকার করতে পারবো না,শত সহস্রবছর পরও নাহয় ক্লান্তিহিন অবস্থায় আমার পচন ধরা সে শরীরটা নিয়ে বলতে থাকবো 'মেঘকন্যা সত্যিইই আমি তোমাকে এখনও অনেক বেশি ভালোবাসি '...।
©somewhere in net ltd.