নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে সবসময় হাসিখুশি রাখি,অন্যদের সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করি,চরম কষ্টের মুহুর্তেও হাসি দিয়ে সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করি,লিখা পড়তে ভালোবাসি লিখালিখি করতে আরও বেশি ভালোবাসি। সামর্থ্য নেই তাতে কি,স্বপ্ন টা হোক আকাশ ছোয়া।

Rahman Tamim

Rahman Tamim › বিস্তারিত পোস্টঃ

রক্ষক যখন ভক্ষক আইন সেখানে দর্শক

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৭

বিয়ের পর প্রতিটা মেয়েরই যখন তার বাপের বাড়ি যাওয়ার সুযোগ আসে তার খুশির মাত্রাটা অন্যরকম থাকে... অনেকদিন পর তার চিরচেনা সে অভ্যাস্থ ঘরটাতে ফেরার আনন্দ... মা বাবা ভাই বোন কে দেখার আনন্দ... মেয়ের পরিবারটাতেও তখন উৎসব মুখর পরিবেশ বিরাজমান করে... অনেকদিন পর মেয়ে বাড়ি ফিরছে মা বাবা ভাই বোন এর খুশির মাত্রাটাও অন্যরকম থাকে...।

প্রায় ৯ মাস পর নিজের বাসায় ফেরার আনন্দ... চট্টগ্রাম মুখি বাস এর জন্য সকাল ৭ টার দিকে কলাবাগান যাওয়া হচ্ছিলো... বাস কাউন্টার গুলোর প্রায় সামনে যেতেই রিকশাটা স্লো করে ফেললো সাথে সাথেই পেছন থেকে একটা মাইক্রোর আগমন,হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টা ধরে হ্যাচকা টান... প্রথম বার নিতে ব্যার্থ হওয়ায় আবারও দুহাত দিয়ে জোরে টান,টান এর সাথে ব্যাগ হাত থেকে ছুটে গেলো যাত্রী দূরে গিয়ে ছিটকে পড়লো...।

নাহ এটা কোনো গল্প না এমনটাই হইছে আজ সকালে আমার ছোট আপুর সাথে... সাথে দুলাভাই ও ছিলো কিছু বুঝে উঠার আগেই এমনটা ঘটে গেলো... আপু পায়ে মারাত্তক ব্যাথা পাইসে টিস্যু ছিড়ে গেছে হাটুতেও অনেক যখম হইসে....।

দূর থেকে ৫/৬ জন প্রত্যক্ষদর্শী শুধু তাকিয়েই ছিলো একজন ও এগিয়ে আসে নি কিংবা মাইক্রো টা থামানোর চেষ্টাও করে নি... ওহ হ্যা তাদের মধ্যে একজন দায়িত্বশীল পুলিশ ও ছিলো পুলিশ টা তার দায়িত্ব ঠিকই পালন করে গেছে এসে বলে গেছে ' ঢাকা শহরে এমনটাই হয়,কি করবেন আর '...।

আপু আমাকে বলছিলো, ' পা টা যদি ঠিক থাকতো তবে কখনই ওখান থেকে ব্যাক করতাম না,আমার জিনিস গেছে আফসোস নাই,ব্যাথা পাইসি তাতেও আফসোস নাইই,কিন্তু এত আশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর কাউন্টারের সামনে থেকে ফিরে আসা যে কত কষ্টের তা বুঝানো যাবে না...।

এসব জানোয়ার রূপি ছিনতাইকারীরা সবসময় ই ওত পেতে থাকে... আপনি জানতেও পারবেন না কিছুক্ষন পর আপনার জন্য কি অপেক্ষা করতেসে... কাল ভুক্তভোগী আপনিওও হতে পারেন... রাস্তাঘাটে সবসময় সাবধানে থাকবেন এবং আমার আপুর জন্য দোয়া কইরেন...। :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.