![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উচ্চ মাধ্যমিক টা পাশ করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলো সিদ্দিক... পরিবারের একমাত্র ইনকাম করার মানুষ ছিলেন তার বাবা যিনি মারা গেছেন আরও ২ মাস আগে... দুই ভাই ১ বোন এর মধ্যে সিদ্দিকই সবার বড়... কিছুদিন যাবৎ মা ভীষণ অসুস্থ... তাকে চাকরির খোজ এ নামতে হবে,ভাই বোনের পড়ালিখার খরচ চালাতে হবে সাথে মায়ের জন্য চিকিৎসার খরচ পাঠাতে হবে... ধার দেনা করে ২০ হাজার টাকা পেলো তা নিয়েই সে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলো...!!
.
রাত ৮ টার সময় সে কমলাপুর রেলস্টেশন এ নামলো... তার ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠা,,শহরের অপরিচিত মানুষজন দের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যুদ্ধ শুরু করতে হবে তার নতুন করে... তার কাধে একটা ব্যাগ তার ভেতর ২০ হাজার টাকা যা তার একমাত্র সম্বল সাথে কিছু কাগজপত্র আর জামাকাপড়... তার পকেটে নর্মাল একটা ফোন...!!
.
সে হাটতে লাগলো হঠাৎ করেই খেয়াল করলো তার দিকে একটা লোক ছুটে আসছে লোকটাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত,লোকটা তাকে জিজ্ঞেস করলো ঃ
- আপনি কি এখানে নতুন?
- জ্বী ভাই!
- কি জন্য আসছেন?
- চাকরির জন্য আসছি ভাই গরীব মানুষ...
- এটা কোনো ব্যাপার নাকি আমি চাকরি দিবো আপনাকে কোনো চিন্তা কইরেন না...
- কি বলেন ভাই!! সত্যি?
- সত্যি মানে ১০০ সত্যি,টাকা পয়সা আনো নাই কিছু একটু ঘুষ লাগবে তোহ তাইলে অনেক টাকার চাকরি দেওয়া যাবে...
- জ্বী ভাই আনছি,আমার ব্যাগ এর ভিতর ২০ হাজার টাকা আছে!!
- তাইলে তোহ আর কোনো সমস্যাই নাই, আমার সাথে চলো তোমাকে চাকরি মিলাইয়া দি...
লোকটার প্রতি সিদ্দিকের চরম বিশ্বাস জন্মালো সে নির্ভয়ে লোকটার সাথে হাটতে লাগলো,একটা নির্জন যায়গায় আসা মাত্র লোক টা সিদ্দিকের গলায় ধারালো ছুড়ি ধরলো এবং বলে উঠলো যা আছে সব বের কর... সিদ্দিক কেদে কেদে বলে উঠলো ভাই আমি গরীব মানুষ আমার সাথে এমন কইরেন না আপনার পায়ে পরি ভাই... রাখ তোর পায়ে পরা যা আছে সব দিবি নাকি তোর কল্লা কাইটা রেল লাইনে ঝুলাইয়া থুইয়ে যাবো? ... সিদ্দিক নিরূপায় হয়ে তাকে সব দিয়ে দিলো...!!
.
সিদ্দিক কখনও কল্পনাও করে নি তার সাথে এমনটা হবে... ধার করে নিয়ে আসা টাকা গুলোও সব চলে গেলো যা ছিলো তার শেষ সম্বল... সে আনমনে হেটে বেড়াচ্ছে,তার কাছে পুরো পৃথীবিটাই অর্থহীন মনে হচ্ছে... সে চিৎকার দিয়ে নিচে বসে গেলো তার মাথা চাপড়াতে লাগলো অঝোড়ে কাদতে থাকলো... তখন বাজে প্রায় রাত ১১ টা তার কাছে এখন দুটা রাস্তা খোলা হয় ট্রেনের নিচে মাথা দিয়ে মরে যাওয়া নাহয় সে লোকটার মত নিরীহ মানুষদের সব ছিনিয়ে নেওয়া... সে উঠে দাড়ালো হাতের মুঠি টা শক্ত করলো,সে ঘামছে অনবরত,তার ঘাম বেয়ে নিচে গড়িয়ে পড়ছে,তার সামনে একজন মহিলা দাঁড়ানো,তার হাতে ভ্যানিটি ব্যাগ,সিদ্দিক মনে মনে বলে উঠলো ' করো অথবা মরো ' সে ভ্যানিটি ব্যাগ টা গায়ের পুরো শক্তি দিয়ে টান দিয়ে বুলেট এর গতিতে দৌড়ে চলে গেলো...!!
.
গ্রামের সহজ সরল ছেলেটা এখন একজন ছিনতাইকারী হিসেবে পরিচিত... কমলাপুর এর মাত্র কয়েক ঘন্টা তার জীবন এর সবকিছু পালটে দিলো... তার নামের আগে এখন ছিনতাইকারী সিদ্দিক...যারা জীবনের তাগিদে অর্থ উপার্জন করতে ছুটে এসেছিলো এ শহরে, সেই শহরই এ শহরের বুকে আরেকটা নতুন ছিনতাইকারীর জন্ম দিলো...!!
©somewhere in net ltd.