![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটপাতের ডাস্টবিনে পড়ে থাকা উচ্ছিষ্ট
কুকুরের সাথে খেতে দেখে বলি ওরা নিকৃষ্ট।
ওরা মোর গরীব দেশের গরীব বন্ধু মানুষ
ধনীদের ভীড়ে এসব বন্ধুরা বেঁচে আছে বেশ।
এসব বন্ধুদের সাত মহলায় বাড়ী গাড়ী নাই
বিত্তবান বন্ধুরা কি ওদের মুখে অন্ন দিয়ে যাই।
একটু হলে সচেতন আমরা ও পারি
তাদের মুখে হাসি দিয়ে বানাতে সুখের তরী।
সব কিছু উজাড় করে দাও বলছিনা
প্রয়োজনে বাকীটুকু কেন তাদের দেইনা।
ঠক ঠক করে কাঁপছে বুড়ীমা কনকনে শীতে
একখানি শীত বস্ত্র দিলে বুড়ীমা বাঁচবে তাতে।
আমি যদি এগিয়ে আসি আজ , তবেই না কাল
এগুবে সকলে তোমরা ভুলে জাতের গোলমাল ।
তাদের বন্ধু হতে পারি আমরা যুব সমাজ
দূর করে দেব সকল আঁধার এটাই মোদের কাজ।
অনেক কস্টে ছেলেকে মানুষ করেছেন আলি চাচা
বৃদ্ধাশ্রমের ঘরটা আলি চাচার কাছে লাগে মস্ত এক খাঁচা ।
বন্ধু তাদের হতে পারি একটু সময় দিয়ে
আলি চাচার মত সকলে শান্তি পাবেন হৃদয়ে ।
স্ত্রীকে বলি চন্দ্রমুখী , মাকে বলি পোড়ামুখী
অনাগত জীবনে থাকবে কেমন করে সুখী।
বন্ধু হয়ে মায়ের মাথায় রাখতে পারি হাত
সে দোয়াতে সুখে থাকবে খাবে দুধ ভাত।
বিপদে আপদে সর্বদা যাকে ডাকি
তিনিই মহান বন্ধু আল্লাহ নামে ডাকি।
জীবনের পরিশেষে একটি কথাই খাঁটি
জীবানাবশান হলে প্রকৃত বন্ধু হবে মাটি।
©somewhere in net ltd.