নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় যখন মরুর ঝড়ে, এ মন হারায় কেমন করে,আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা আকাশ যখন আঁধার ভীষণ, এক ফোঁটা জল চেয়েছে মন,অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা সমান্তরাল পথের বাকে, তোমার পথের দিশা থাকে,সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতাগাছের সবুজ পাত

দ্বীপান্বিতা

জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর

দ্বীপান্বিতা › বিস্তারিত পোস্টঃ

জীবনের নীলনকশা (০৯ )

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

মৃত্যু? হয়তো এক আনন্দযাত্রা
তাই কি;
জীবনের সঙ্গে আপোস করেনি—
সক্রেটিস-গ্যালিলিও-ব্রুনো-মেঘনাদ-দুর্যোধন;
ক্ষুদিরাম,প্রীতিলতা কিংবা সূর্যসেন।

আনন্দ মিছিলে শামিল হয়েছে—
সালাম-বরকত-শফিউল-রফিক-জব্বার;
আসাদ,রুহুল আমিন কিংবা নূর হোসেন।

এঁরা কী কেবলই নাম—
নাকি;
ইতিহাসের চিরন্তন জাদুঘর।

মৃত্যু হয়তো এক আনন্দযাত্রা—
কিন্তু?
হুমায়ূন আজাদ-মিশুক মুনীর-তারেক মাসুদ;
সাগর-রুনি,রীতা,চিরশ্রী কিংবা বিশ্বজিৎ?
চেয়েছিল কী তারা অবেলায়—
শামিল হতে এই আনন্দযাত্রায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.