![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু? হয়তো এক আনন্দযাত্রা
তাই কি;
জীবনের সঙ্গে আপোস করেনি—
সক্রেটিস-গ্যালিলিও-ব্রুনো-মেঘনাদ-দুর্যোধন;
ক্ষুদিরাম,প্রীতিলতা কিংবা সূর্যসেন।
আনন্দ মিছিলে শামিল হয়েছে—
সালাম-বরকত-শফিউল-রফিক-জব্বার;
আসাদ,রুহুল আমিন কিংবা নূর হোসেন।
এঁরা কী কেবলই নাম—
নাকি;
ইতিহাসের চিরন্তন জাদুঘর।
মৃত্যু হয়তো এক আনন্দযাত্রা—
কিন্তু?
হুমায়ূন আজাদ-মিশুক মুনীর-তারেক মাসুদ;
সাগর-রুনি,রীতা,চিরশ্রী কিংবা বিশ্বজিৎ?
চেয়েছিল কী তারা অবেলায়—
শামিল হতে এই আনন্দযাত্রায়!
©somewhere in net ltd.