নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

আমরা কারা?

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

    

কিছুদিন ধরে মনের ঘরে

বিষন্ন ভাব শক্ত ভিতে

বেঁধেছে আপন বাসা।

ভাল লাগেনা কোন কিছুই

একলা বসে তাই আমি

রচি শত আশা।



বদ্ধ ঘরের জানালা খুলে

আকাশ পানে মেলে আঁখি

উড়ছে সেথায় পাখি

মনটা আমার চাইলো খুব,

উড়তে তথায় পাখির মতো,

কেমনে তারে বাঁধি



দেহ পিঞ্জর ভাঙ্গবে বলে

মন করেছে কঠোর পণ,

ভাঙ্গা তবু যায় না।

মনরে মোর শত প্রলোভন,

বিলাস বাসনা আর বাধাঁয়,

বশ মানানো যায় না।



এত দামী দালান বাড়ী,

প্রাসাদ এত উচু উচু,

উঠবে কেন গরীব দেশে?

নষ্টামী সব এসেছে হেথায়

বিনাশিবে বলে সত্য ভাবনা,

উশৃঙ্খল ভূমি বেশে



এ দেশেতে থাকতে নারি ,

নোংরামী ও ভ্রষ্টতার বিষাক্ত টানে

ছাড়তে নারী দেশপ্রেমে

৫২ ও ৭১ আরও কতো,

রক্তে লাল ইতিহাস মোরা,

ধরে রেখেছি স্মৃতির ফ্রেমে।



বার আউলয়িা মুজিব-জিয়া

কোটি মানুষের আবাস ভূমি

কেমনে তাদের ভুলি?

কেমনে বাঁধিবে অমানুষেরা হেথায়

তাদের প্রাসাদ ও মিথ্যা বুলি

সত্যকে দিয়ে তুলি



খুন খারাবী ঘুষ ও চুরি

বেড়েই চলেছে সোনার দেশে

মত্ত ঘোড়ার বেগে।

ঘন আধাঁর নেমেছে ফের

সত্য রবি ডুবছে ক্রমশ

    আযাব আসছে নামি

    

আমরা কারা? কাদের উত্তরসূরী?

কী আমাদের মনের বাসনা

    সবই গেছি ভুলি।

তাইতো আজ আমাদেরই দোষে,

নিরপরাধ মানব ও নিষ্পাপ শিশু,

    নির্বচিারে হচ্ছে বলি।

    

হে তরূণ বাঙালী বীর,

কোথায় তোমার র্শৌয র্বীয,

    হরিয়েছিস কি সব?

    

তোদের দেখে আজ কেন,

কাঁপেনা শত্রু থর থর,

    পিপীলিকাও করে রব।

জাগবি কবে কোন প্রভাতে?

কিসের আশায় এখনও তোদের,

    চোখে ঘুমের নেশা?

    

উঠে দেখ চারপাশে তোর,

লোহার বেড়ী ও ঘন আধাঁরের,

কুচকুচে সামিয়ানায় ঘেরা।...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক জায়গায় ছন্দ কেটে গেছে ভারী শব্দ ব্যাবহারের কারনে।

তারপর ও ভাল।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ধন্যবাদ। গাইড করার জন্য। সামনে থেকে চেষ্টা করবো যাতে না টুঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.