নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

আমি এবং আমার পাগলাটে বন্ধু...

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪১



স্মৃতিটা ঝাপসা ঝাপসা

হয়ে পড়েছে, নতুবা স্মৃতির অবয়বে

মরীচা পড়েছে হয়তো? বড় ক্লান্ত সে;

আর কতইবা বয়ে বেড়াবে পাগলের

বোঝা সে? দিনক্ষন কিছুই ঠিক মনে পড়ছে না।

কত সময় গড়ালো তাও ঠিক ধরতে পারছি না।

তবে মনে আছে শুধু এইটুকু,

তোমাকেই খুঁজার জন্যে বেরিয়েছিলাম আমি

এবং আমার পাগলাটে বন্ধু।

আজ হয়তো হাজার বছর নতুবা যুগের

কাছাকাছি গিয়ে কালের ঘড়ি বকছে আমায়

“অদ্ভুদ এই পাগলটার হলোটা কী?

কতো বিদগ্ধ দুপুরে পুড়ে খাক

হয়েছি তোমার অন্বেষণের নেশায়?

কিন্তু কোথাও খূঁজে পাইনি কো তোমায়।

এমন অনেক দিন গেছে,

প্রখর সূর্য়ের তাপ সয়তে না পেরে

পিচঢালা পথ চৌচির হয়েছে ফেটে; অথচ

আমি সামান্য কষ্ট অনুভব করিনি। কারণ

আমার অনুভূতির রাজ্যে একা

তুমিই করছিলে বিচরণ।

আমার পাগলাটে সুহৃদ? সে হয়তো

অনুভব করেছিল, কিন্তু প্রকাশ

করেনি আমায় ভালবাসে বলে...

কখনো দেখেছি পথ-ঘাট সব

অথৈ পানির নিচে বিলীন হয়েছে।

সেখানে দু’জনে মিলে সাঁতরে সাঁতরে

খুঁজেছি শুধু তোমায়। কিন্তু

তোমায় পাওয়া হলো না...

এখন তোমাকে আর স্বপ্নেও দেখা হয় না!

আাগে, অনেক আগে; তুমি

প্রতিদিন আমায় স্বপ্নে এসে

জড়িয়ে ধরে বলতে, এতো

উষ্ণ কেন তোমার বাহু? আমি

হেসে উড়িয়ে দিতাম সেই অনুযোগ

এই বলে, তোমার উষ্ণ আদরে...

আজো আমি এবং

আমার পাগলাটে বন্ধু তোমায়

খুঁজছি হন্যে হয়ে।

দেখো, আমাদের পায়ের তলা

ঝাঝরা হয়ে গেছে; আমি কেমন কচি বাঁশের

ফালির মতো দেখতে হয়েছি। আর আমার বন্ধু?

সে তার এতসব ক্লান্তি, দুঃখ ভুলে গেছে

আমার ভালবাসার ঐশ্বর্য দেখে। অথচ,

তোমার হলো না আজো আমায় বুঝা?

কবে বুঝবে তুমি আমায়?

আমার এই অদ্ভুদ পাগলামি?

হয়তো তুমি বুঝে উঠার আগেই আমি....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

সরদার হারুন বলেছেন: হারিয়ে গেছে সে কোন অন্ধকারে হায়,
তাই দীপ জ্বলেনা তোমার ঘরে সন্ধ্যা বয়ে যায় ।

তাইনা ?

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: হা ভাই..... কি করি এখনননন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.