![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....
কপাটের ছিদ্র দিয়ে ঘরে
ডুকে পড়লো অবাধ্য ভোরের আলো,
সুষুপ্ত নয়নের উপর অকথ্য
নির্যাতন চালিয়ে নিষ্পাপ নিদ্র টুটালো।
ইচ্ছে হলো আরো কিছুক্ষন নিদ্রারসে
ডুবে কাটিয়ে সুখ পাখির সাথে খেলা করি।
ধল পহরের আগে সুষুপ্ত মস্তিষ্কে
স্বপ্নের রানীকে আর এক পলক দেখি।
ইচ্ছে হলো তোমার উষ্ণ আদরে ভালবাসার
বদ্ধ কুটীরে সিধ কেটে পুন: প্রবেশ করি।
তোমার মায়াবী আবেশে চিরতরে
ভালবাসার বন্ধাত্ব কাটিয়ে উঠি...
হলো না তা সূর্যের আস্ফালনে।
অগত্যা চড়তে হলো কৃষ্ণমেঘের ভেলায় ....
©somewhere in net ltd.