![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....
ভোরের আকাশের অপরূপ শূভ্রতা;
সবুজ ঘাসের ক্রোড়ে শিশিরের খেলা;
নদীর বুকে দোলায়মান নৌকার ভেলা;
মাঝির কন্ঠে মোহনী সুরের মেলা;
এসবের মাঝে আছে সুষুপ্ত;
আমার দেশ বাংলাদেশ।
মুক্ত বিহঙ্গের ডানা মেলে উড়াউড়িতে;
মধ্য পুকুরে তরূণ-তরূণীর সাতরানোতে;
বাঙ্গালী বধুর ভেজা চুলের এলোমেলো আবেশে;
ক্রিকেটের মাঠের উত্তাল জনসমুদ্রের কন্ঠে;
নীরবে লুকিয়ে আছে;
আমার দেশ বাংলাদেশ।
মধ্য মাঠের উলঙ্গ কৃষকের দৃঢ়তা;
উত্তপ্ত সূর্যকিরণে হকারের দূরন্তপনা;
অযুত প্রতিকূলতায় নারী সাংবাদিকের ধূর্ততা;
সাইকেলে চড়ে মাষ্টার সাবের পাঠশালা যাত্রা;
এসবের মাঝে যার প্রকাশ;
আমার দেশ বাংলাদেশ......
©somewhere in net ltd.