![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....
অসীম আকাশের নিঃসীমতাকে ঘিরে;
দেখে, উড়ন্ত ঐ দুরন্ত ঘুড়িটি;
মনে হয় যেন, মহা স্বাধীন সে;
তবে সেটাই কি প্রকৃত সত্যটি?
নহে ইহা সত্য নহে।
ঝলসিত রোদে হার না মানা ঐ পুচ্ছিটি;
কী এক অপরূপ নেশায় ছুটছে এদিক ওদিক;
তার অদম্য এক ভঙ্গিমা বলে “আমিও স্বাধীন”
সে বলল বলেই কী ধরে নিতে হবে সেটাই সঠিক?
নহে ইহা সঠিক নহে।
সমগ্র বাংলাদেশে সন্ত্রাসীদের নির্মমতা;
কুলাংগার, বখাটেদের অবৈধ উৎপাত;
মাতৃসম মহিলাদের নিদারূন অবস্থা;
রক্তের বিনিময়ে স্বাধীনতা- নামে এটাই কী অজির্ত?
নহে ইহা অজির্ত নহে।
যবে কৃষ্ণচূড়ার শিয়রে ফোঁটে রক্ত রঙ্গিন ফুল;
মনে পড়ে যায় রূধিরাক্ত সেই একুশের দুপুর;
হাতের মুঠোয় মৃত্যু; বুক ভরা আশা নিয়ে যারা;
এসেছে দুর্দমনীয় গতিতে তাড়াতে এদেশের কুকুর;
নহে ইহা ভাবনা নহে।
ইহ সেই ইতিহাস;
যাকে বাঙ্গালীরা হৃদয়ের গহীনে;
গর্বিত মনে লালন করছে যুগ যুগ ধরে।
©somewhere in net ltd.