![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....
মা তুমি আমার
কল্পনার আধাঁর;
ভাবনার নাহার।*
মা তোমার ঋণের বোঝা
বইতে হবে আমায় একা;
তবুও শোধ হবেনা এক সিকা।
মা তোমার আদর
হয়েছিল আমার চাদঁর;
তুমি আমার একান্ত ফাখর।*
মা তোমার আশা
ছিল শুধু আমায় ভালবাসা;
নাম হবে আমার বিশ্বজোড়া।
মা তোমার তরে আমার
ভালবাসা অপার;
ভাবনা হাজার।
মা তোমার জন্য আমি
ধরতে পারি জীবন বাজি
চাই বাঁচি কী মরি....
[ নাহার= নদী + ফাখার= গর্ব (আরবী)]
©somewhere in net ltd.