![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....
হে সুপুরুষ,
কাছে এসো, আরো কাছ।
এখানটাতে বসো, আমার পাশে।
বুক বাঁধো বুকে বিশ্বাস করে।
তোমাকে সুখের বাড়ি কিনে দেবো।
নিগুড় কালো তোমার হৃদ-আকাশে সোনালী চাঁদ ঝুলাবো।
নতুবা, ভালবাসায় তোমার কালো মন-সামিয়ানাতে নক্ষত্র গেঁথে দেবো।
তোমার জমানো দুঃখগুলো কিনে নেবো সুখের দামে।
দূর হও তুমি, মায়াবানী কোথাকার?
শত শত ক্রোশ দূরে অদৃশ্য হও তুমি আমার।
মিথ্যে তুমি, মিথ্যে তোমার মায়া আর আশা-বাণী।
ধবধবে সাদা দিনে সূয্য গ্রহণ ঘটানোর বদনাম আছে তোমার।
কুচকুচে কালো আকাশের বুক ছিঁড়ে চাঁদ অপহরণের কুনাম আছে তোমার।
যুগে যুগে প্রেমিক-পুরুষের জান কবজের কলঙ্ক আছে তোমার ললাটে।
দেবদাস, ভ্যালেন্টাইন, জীবনানন্দ এসব মাশুকের রক্ত চুষার দাগ আছে তোমার ঠুট।
যাও, দূর হও বলছি তুমি।
কতো যুবকের নয়নে স্বপ্নের রঙ ছিটিয়ছো?
আর পরদিনই সেসব জোয়ানের বুকে খঞ্জর চালাতে বাঁধেনি তোমার, কাঁপেনি হাত!
তুমিতো অবিশ্বাসের জন্মদাতা, তোমাকে কীভাবে একিন করি?
ভূল বোঝনা প্রেমাস্পদ,
পৃথিবীর সব দবে-দেবীর শপথ করে বলছি,
সুখের সায়রে স্নান করাবো তোমায়।
এসো, এসো হে প্রেমিক আলিঙ্গনে ।
পৃথিবীর সব সুখীর সুখ চুরি করে তোমার পায়ে লুটাবো...
তবু এসো তুমি, একটিবার শুধু মিলনে-আলিঙ্গনে...
ইতিহাসের তিক্ত শিক্ষা পুড়িয়ে, ভালবাসার নব ইতিহাস রচনায়...
©somewhere in net ltd.