নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

RajBabu

রাজবাবু

I am a poet.

রাজবাবু › বিস্তারিত পোস্টঃ

উগ্রপন্থী

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

ডানের চিন্তা, বামের চিন্তা, চামের চিন্তা ক’রে
কামের চিন্তা ঘোরেনাতো মনে, ’কাম’-এর চিন্তা ঘোরে,
রুপের চিন্তা ধূপের ধোঁয়ায় ফ্যাকাশে হয়েছে কবে
সারাদিন কাটে আলসে খাটে চিন্তার অনুভবে,
শ্যামের চিন্তা, রামের চিন্তা, চিন্তারাই শঙ্কিত
কেতনে চিন্তা, চেতনে চিন্তা, আমি এক চিন্তিত।।

আকাশে দৃাষ্ট, বাতাসে দৃষ্টি, কতো না সৃষ্ট রাত
চার চোখে আড়ে ধৃষ্ট প্রহরে দৃষ্টির অজুহাত,
মুখের দৃষ্টি, সুখের দৃষ্টি, দুখের দৃষ্টি সুরে
লোকের চোখের দৃষ্টি হইতে সরিয়া গিয়াছি দুরে,
চমকের তালে ধমকে দৃষ্টি, বুকেতে কৃষ্টিঘাত
তোমার চোখের ভেতরে আমার দীর্ঘ দৃষ্টিপাত।।

গল্প লিখেছি গল্প করিয়া, ছুটেছি গল্প পিছেে
এতো যে গল্প অল্প করিয়া সব গল্পই মিছে,
গল্প বেচিয়া আল্পনা আঁকি, গল্প হয়েছে সোনা
গল্প গুলোর একটাই খুঁত, বকের গল্প নোনা,
গল্পের মাঝে কল্প মিশায়ে হয়েছি উল্লেখিত
গল্প গল্প করিয়া এখন আমি নিজে কল্পিত।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.