![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধারণাটা পাল্টে যেয়ে অভিশাপ, তুমি এখন ‘সম্বোধন’
মন চলে গেছে অপচয়ে; উন্মোচিত প্রয়োজন,
দার্শনিক বিকাশের হয়েছে মৃত্যু, দায়িত্ববোধ স্বকীয়
সময়ের ব্যবধানে পরিবর্তিত পরিচয়, বউ এখন ‘আত্মীয়’,
রমণীর তৃষ্ণা জাগায় না শরীর, অনুভবে পুরোটাই ফাঁকা
হেই! আমাকে সরাতে হবে না, আমার পছন্দই সরে থাকা।।
বিসংবাদের প্লাবন, ক্লান্তিময় পুরোটা রাত
শিথিলতায় আক্রান্ত চেতনা, সক্রিয় অজুহাত,
তুমি আমাকে ঘৃণায় করো, তাতে কি! আমি সৃষ্টির সম্পদশালী
মুক্তির হাহাকারে বেদনা কুড়ায়, ’ভরা বাদলের বনমালী’,
তবুও পূর্বাভাসের সাথে নিয়ত কলহ, ঘুরায় ভাগ্যের চাকা
হেই! আমাকে সরাতে হবে না, আমার অভ্যাসই সরে থাকা।।
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগল ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: