![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুৎ চমকায় না আষ্টে-পৃষ্ঠে, শতাব্দীর পরিচয়
এবরশন করি দায়িত্ব, খ্রীস্টপূর্ব অভিনয়,
মুখমন্ডল অসংলগ্ন, বহুরুপে আগমন
করুণা করি বিবেককে, অন্ধকারের প্রতিফলন,
যীশুর চেয়েও একাকী ইতিহাস, মায়া নিয়ে কানামাছি
গন্তব্যকে মানচিত্র করে, আমি তোমাদের সাথেই আছি।।
রক্তকে বিভেদ করে উড়ে গেছে আর্তনাদ
চেতনার প্রতি ভ্রুক্ষেপ নেই, সামাজিকতা? বাদ,
শাস্তিকে করেছি ক্রীতদাস, জীবনকে করেছি কিচ্ছ্বা
বিধাতা? সেতো গোপন; আমার নিতান্তই ব্যক্তিগত ইচ্ছা,
যে থাকে, থাকুক; যে নেই, সেওতো কাছাকাছি
ভালোবাসাকে মানবতা করে, আমি তোমাদের সাথেই আছি।।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮
রাজবাবু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭
নাবিক সিনবাদ বলেছেন: