![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই যে জন্ম দিলাম, ধীরে-ধীরে
পূঞ্জীভূত আত্মাকে পরিশুদ্ধ করে,
নিয়তির বাস্তবতায় জন্ম দিলাম হৃৎপিন্ড সনে-
মনে- আনমনে।
-
হয়তো তার বাকরুদ্ধ অপঘাতে
সৃষ্টি হলো দিগন্ত হাতে-দু'হাতে,
আঁকড়ে ধরে চাহনি, ভালোবাসার উন্মাদনা
জন্ম দিলাম যখন, তখন, কই করলে নাতো মানা!
-
নাম দিলাম ভঅলোবাসা, দু'টি বৃন্ত, একটি ফুল
নাম দিলাম একাত্মতা, একটি নদী, দুইটি কূল,
জন্ম দিলাম তোমায় লোখনির সুতীব্র চিৎকারে
কবিরাণী! জন্ম দিলাম আর্তনাদে, আত্ম-অহংকারে।
-
তারপর দিন গেল, বছর গেল, সত্য এবং ভুল
দু'টোই উপস্থিত, প্রবলতায় ব্যাকুল,
সত্যগুলো আড়ালেই গুমোট, ভুলগুলো বড্ড বিস্তৃত
তুমি দেখতে পাওনা, হৃদয় ক্ষত-বিক্ষত।
-
শতাব্দী ধরে আনাগোনা, তবু, সেই একটি বেলার আঁচড়
ভোলায় না তোমায়, গুঁড়ো গুঁড়ো বুকের পাঁজর,
অসম্ভব নয় কোনকিছুই, সবকিছুই মস্তিষ্কে জমা
ক্ষমা চাইতে বলো? ঠিক আছে, চাইলাম ক্ষমা!
-
এখন যদি-
ক্ষমা না করো, তাবে শুকিয়ে ফেলবো পৃথিবীর সবক'টি নদী,
উলোট-পালোট করে দেব রেলের লাইন-বাস-ট্রাক-সমুদ্র-খাল
বন্ধ করে দেব প্রতিটি সিগন্যাল,
উপড়ে ফেলবো মাটি, বড় বড় দালান
সুখগুলোকে আটকে ফেলবো, শুধু হাহাকারের চালান,
বেছে নাও সুন্দরীতমা, আমি না ধ্বংস
তার আগে বুকের মধ্যে তাকাও, তুমি আমারই অংশ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার| পড়ে সম্মোহিত হয়ে গিয়েছিলাম খানিক
৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫
রাজবাবু বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬
রাজবাবু বলেছেন: ধন্যবাদ, আশীর্বাদ করবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
এহসান সাবির বলেছেন: বেশ!