![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁধারে হাতড়ে বাধার পাহাড়
কাদা মাখা দেহে তাহার বাহার
প্রহার সহিয়া বহিয়া যাহার
হৃদয় উন্মাতাল,
আমিও বুঝি না, তুমিও বোঝ না
না বুঝেই গেল কাল।
-
চিত্ত জুড়িয়া শুধু যে বিত্ত
কভূ সে প্রভূ, কভূ সে ভৃত্য
নিত্য বেলাতে মিথ্যে জিততো
মনেতে মায়ার জাল
আমিও বুঝি না, তুমিও বোঝ না
না বুঝেই গেল কাল।
-
না বুঝেই করি হাতাহাতি কালে
ভালেতে পড়েছে দাগ
কেবা কেড়ে নেয়, কোথা কাড়াকাড়ি
কোনটা কাহার ভাগ,
নিজেও পাই না, পাইতে দিই না
একচ্ছত্র দাবি
ঘৃণ্য চেতনে পুরোটা ভ্রান্তি
শান্তির কথা ভাবি;
তথাপি হাবিতে-জাবিতে বিকারে
থাকার লাগিয়া এটুকু আকারে
উপ-অপ সব প্রকার স্বীকারে
অধিকার বেসামাল,
আমিও বুঝি না, তুমিও বোঝ না
না বুঝেই গেল কাল।
-
কেমনে দানব হয়েছে মানবে
কিভাবে অভাবে জীবন ফুরোবে
কাহারে মারিয়া কাহার জুড়োবে
স্বভাবী দূর্বলতা,
মধ্যে শ্রাদ্ধ করিয়া সিদ্ধি
'বাল' পাকিয়াছে, পাকেনি বুদ্ধি
রুদ্ধ থাকিয়া থাকি যে সুদ্ধি
জিদ্দে জন্মপ্রথা;
ধর্ম বন্দী দু'খানা কাগজে
ভেতরের কথা ঢাকিয়া গগজে
নিত্য-নতুন আইন মগজে
অযথা ফন্দীচাল,
আমিও বুঝি না, তুমিও বোঝ না
না বুঝেই গেল কাল।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭
রাজবাবু বলেছেন: আমি পুরোনো যুগের লোক। আশীর্বাদ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা ...
শুভকামনা রইলো ...
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮
রাজবাবু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১
নব ভাস্কর বলেছেন: দারুণ লাগলো। মধ্যযুগ.....আধুনিক যুগের প্রথম দিকের ছোঁয়া পাই।