![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি ইচ্ছা, ততখানি কিচ্ছা
তত তত পরিচিত লয়
শত শত সাধনা, মতামতে বেঁধো না
গৎবাঁধা পরিণতি নয়।
অনুগত বিশ্বাস, অনুচিত আশ্বাস
অনুভবে নিঃশ্বাসে বয়,
অল্পকে গল্প, গল্পকে কল্প
স্বপ্নরা বেড়ে বড়ো হয়।
সোজাসুজি-বোঝাবুঝি, এখন থাক পরে বুঝি
গড়িমসি আলসেমী মন,
নষ্টামী-ভ্রষ্টামী এ যুগের দুষ্টামী
ডিজিটাল বেঙ্গলী টোন।
লুকিং ফর ফরোয়ার্ড, সাধনাতে রিটায়ার্ড
চেষ্টা করতে লাগে ভয়,
স্বদেশের এলিয়েন স্যালুটটা বিলিয়েন
উপাধিতে বসে গেছে 'রয়'।
বয়েসটা বেড়ে যায়, বেহেশতটা পেতে চাই
মন্দীরে বাড়ে ঘোরাঘুরি,
তবু যে ডিম্পল একেবারে সিম্পল
বউটাও হয়ে গেছে বুড়ি।
দুনিয়াটা চারকোণা বাক্সেতে আনাগোনা
করে করে হয়ে গেছে লেজী,
এ যুগের শিক্ষা পশ্চিমা দীক্ষা
হতে হতে হয়ে গেছি ক্রেজী।
চারিদিকে বুলবুল দিল নিয়ে মশগুল
বয়েসটা আজও লাগে কাঁচা,
কেরানীর পরিচয়ে অগোচরে গেছি রয়ে
এভাবেই প্রভাবিত বাঁচা।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
রাজবাবু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
তাল পাখা বলেছেন: ভাষার ঝংকার খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।চালিয়ে যান।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
রাজবাবু বলেছেন: ধন্যবাদ। আশীর্বাদ করবেন।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৮
সাবলীল মনির বলেছেন: কিছু খাশা কথা উঠে এসেছে কবিতায় ।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
রাজবাবু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০
বাকা পথ বাকা চোখ বলেছেন: অসাধারন খুব ভালো লাগলো কবি