নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

বন্ধু ও স্বার্থপরতা

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

বন্ধু মানেই কি স্বার্থপরতা।বর্তমানে বেশির ভাগিই বন্ধু গুলো তাদের স্বার্থপরের জন্য বন্ধুত্ব করেছে।
স্বার্থ শেষ তো বন্ধুত্ব শেষ,কিন্তূ আমি বন্ধুত্বে বিশ্বাসী স্বার্থে নয়,কারণ মানুষ মানুষের জন্য।
কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে একে ছাড়াও আমার জীবন চলবে।আমি একে বলতে সমগ্র মানব জাতিকে বুঝিয়েছি।
প্রত্যেকের জীবনে প্রত্যেকের দরকার আছে, কেউ কারো থেকে কম নয় কারণ সবাই আল্লাহ তায়ালার সৃষ্টি।
আর কে কখন প্রয়োজন হয় কেউ বলতে পারবে না।কিন্তূ আমি প্রয়োজন কে স্বার্থ বলিনা।
স্বার্থের সাথে অহংকার ও হিংসা জড়িত থাকে কিন্তূ প্রয়োজনের সাথে নয়।
আর জীবনে যাদের সব সময় প্রয়োজন হয় তারাই হয় খুব কাছের মানুষ এবং এদের মধ্যে থেকে তৈরি হয় বন্ধুত্ব।।।।।।।।।।।।।।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: আধুনিক মানুষ যন্ত্রনির্ভর হয়ে গেছে।
মানুষ যেমন যন্ত্র নিয়ন্ত্রণ করছে, যন্ত্রও মানুষ নিয়ন্ত্রণ করছে।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪২

Rajibrpsoft বলেছেন: কথাটা এক অথে' ঠিক আবার যদি বলি দিন শেষে এক মানুষ দরকার সব কিছু শেয়ার করার জন্ন্য সেটাও কিন্তু বন্ধু

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

মিরোরডডল বলেছেন: বন্ধুত্বের সাথে স্বার্থের সম্পর্ক নেই । যারা স্বার্থের প্রয়োজনে কাছে আছে তাঁরা বন্ধু না ।
খুব বেশী না, দু চারজন লাইক মাইন্ডেড প্রকৃত ভালো বন্ধু হলেই জীবন হতে পারে অনেকি আনন্দময় ।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

Rajibrpsoft বলেছেন: একদম ঠিক দু চার জন হইলেই জীবন পার

৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৮

ঊণকৌটী বলেছেন: বন্ধু তো ছিল ছোটবেলায়, একসাথে খেলেছি,এক থালে ভাত খেয়েছি,প্রাণের বন্ধু। নেই সব হারিয়ে গেছে। এখন বন্ধু মানে bussiness ,বন্ধু মানে পার্টি, বন্ধু মানে স্বার্থ। সত্য বলতে গেলে বন্ধু মানে পরিবার।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৫

Rajibrpsoft বলেছেন: যথা বলেছেন .....পরিবার হলো আসল বন্ধু

৪| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:২১

নেওয়াজ আলি বলেছেন: সবাই সমান না

১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৭

Rajibrpsoft বলেছেন: সবাই সমান হলে ভাই ..।দুনিয়ার রূপ হয়ত অন্য হত

৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪৮

শের শায়রী বলেছেন: হাজার জন স্বার্থপর বন্ধুর থেকে একজন ভালো বন্ধু অনেক মূল্যবান। সত্যি কথা বলতে কি এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫

Rajibrpsoft বলেছেন: শুনে ভালো লাগলো আপনি ভাগ্যবান......এ ক্ষেএে আমিও ভাগ্যবান

৬| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সম্পর্কের জন্য give and take থাকতে হয়। পৃথিবীতে nothing is free.

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

Rajibrpsoft বলেছেন: একদম ঠিক বলেছেন দেওয়া নেওয়া সব ক্ষেএে আছে শুধু নিজ পরিবার ছারা

৭| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বৈষয়িক যোগাযোগ বা স্বার্থ না থাকলে বেশী দিন সম্পর্ক অব্যাহত রাখা যায় না। ইমাম গাজ্জালি এক জনের উধ্রিতি দিয়ে বলেছেন তার বইয়ে।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২২

Rajibrpsoft বলেছেন: হ্যা যোগাযোগ অবশ্যই থাকতে হবে.....একটা কথা বলি ভেবে দেখবেন ধরুন আপনি আপনার মায়ের সাথে ১০ বছর যোগাযোগ করতে পারেননি যে কোন কারণে ১০ বছর পর আপনি যখন সেই মায়ের কাছে যাবেন....দেখবেন উনি কোন স্বাথ" ছারাই আপনাকে জরিয়ে ধরবেন... মা হলো পৃথিবির সব'শেষ্ট বন্ধু । আশা করি বোঝাতে পেরেছি

৮| ১১ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বুঝেছি। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.