নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

জীবন...বিস্ময়

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯

জীবন একটি বিষয় যা প্রতিটা মুহূর্তই যেন একটা বিস্ময়।
বেঁচে থাকা,প্রকৃতির বিশ্বাস্য অবিশ্বাস্য ঘটনা, বর্তমান প্রযুক্তি সব কিছুই বিস্ময়কর।
এর ঠিক উল্টো একটি বিষয় হলো হতাশা।যা আমাদের এই বিস্ময়কর পৃথিবীতে বেঁচে থাকার স্পৃহাকে ম্লান করে দেয়।
হতাশার কারণে নষ্ট হয় সময়,অর্থ,জীবনের অস্তিত্ব।প্রতিটা দিন প্রতিটি ক্ষনে পৃথিবীতে কত কিছুই না ঘটে যাচ্ছে
আমি বা আমরা কে-ই কতটুকু জানি। হয়তো সকল কিছু জানা সম্ভব নয়। কিন্তু যতটুকু হয়তো জানা প্রয়োজন
তাও আমরা পূরণ করতে পারিনা কারণ আমরা মনের মাঝে লালন করি হতাশা ।
এই বিষয়-সেই বিষয় সব কিছু মিলিয়ে হতাশা লেগেই থাকে মনে । অবশ্য হতাশা আসে পারিপার্শ্বিকতার কারণে ।
কিন্তু যতটুকু হতাশ হওয়া দরকার তার চেয়ে বেশি হতাশ হয়ে পড়ি জীবনে আর
তখনিই পাশ কেটে চলে যায় বিস্ময়কর কত কিছু। বর্তমানে বিস্ময় নিয়েই থাকতে হয়।
আবিস্কারের পর আবিস্কার হচ্ছে কতকিছু।তাই বলতেই হয় জীবন একটা বিস্ময়।।।।।।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: জীবন অবশ্যই বিস্ময়। সীমাহীণ বিস্ময়। তার চেয়ে বেশি বিস্ময় মানূষের মনে।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

Rajibrpsoft বলেছেন: ভাই মানুষের মন এখন দিন দিন রবট হয়ে যাচ্ছে.....বিস্ময় নিয়ে ভাববার সময় কোথায়...তবুও যারা আউট ওফ বক্স তারা ঠিকিই সময় বার করে নেই

২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অতীত আর ভবিষ্যতের মাঝে যে মূহর্তটুকু বেঁচে আছি তাই জীবন।মানুষ তখনই হতাশ হয় যখন পরিকল্পনার সাথে বাস্তবের মিল হয় না।অনেকগুলো সমস্যা থাকলে,তার মধ্যে অবশ্যই একটা প্রধান সমস্যাআছে।শুধু প্রধান সমস্যাটাকে সমাধান করতে হবে।তারপর বাকি সমস্যা গুলোর মধ্য থেকে প্রধান সমস্যা ঠিক করে সমাধান করতে হবে।সকল সমস্যা নিয়ে একসাথে চিন্তা করিবলেই আমরা হতাশায় ভুগি।

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৮

Rajibrpsoft বলেছেন: সুন্দর বলেছেন ......ধন্যবাদ

৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৭

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: লেখাটা আরেকটু বড় আশা করেছিলাম /:)

ভালো লেগেছে, আরেকটু বিস্তারিত লিখলে খারাপ হত না :)

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৭

Rajibrpsoft বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইয়া....তবে ভাই্য়া কেন জানি আমি অল্প লেখা পছন্দ করি ...এই কারণে ক্ষমা পাথি'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.