নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

রাগ.......

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৪



মানুষকে বিপদের দিকে নিয়ে যায় এমন অনেক কিছুই আছে তার মধ্যে অন্যতম হলো রাগ ।
রাগ কখনই মানুষকে ভালোর দিকে নিয়ে যায়না । রাগের বশে মানুষ অনেক কিছুই করে বশে যা সুস্থ মস্তিষ্কে করা সম্ভব নয় ।
কারণ রাগ হলো মনস্তাত্বিক ব্যাপার । রাগ হলেই মানুষ তার মনের উপর থেকে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে, এর ফলে সে অনেক
কিছু করে বসে ।কিন্তু যারা এই রাগ টাকে নিয়ন্ত্রন করতে পারে তারাই জয়ী হয় ।
কিন্তু আবার রাগ থাকারো দরকার আছে কারণ তা না হলে এই ব্যাপারটি সৃষ্টি-ই হত না ।
কারণ রাগ থেকে জন্ম নেয় জেদ এর । বত'মান সময়ে ও জীবনের অনেক মূহুত্বে রাগের প্রয়োজন আছে ।
কারণ এই সকল ক্ষেএে রাগের মাধ্যমেই জয়ী হওয়া যায় । রাগ সৃষ্ট না হলে হতনা জেদ আর ভালো উদ্দেশ্য অজ'নে অবশ্যই
জেদের প্রয়োজন.........

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০০

নেওয়াজ আলি বলেছেন: এক রাশ ভালোবাসা ।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৪

আলআমিন১২৩ বলেছেন: রাগ নিবারনে দুটি দাওয়াই-
Wait for 3 minutes.
Don't react-but response.

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪

Rajibrpsoft বলেছেন: যথা বলেছেন...তবে রাগ উঠলে এ দুটোই যে মাথায় থাকেনা

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৯

রাজীব নুর বলেছেন: রাগ খুব খারাপ ব্যাপার। রাগ মানূষকে ভুল পথে নিয়ে নেয়।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৮

Rajibrpsoft বলেছেন: হ্যা একদম ....তবে মাঝে মাঝে এর খুব দরকার পরে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.