নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

চোখ.....

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৮



চোখ অতি চমৎকার এক বিষ্ময় । চোখ নিয়ে বৈজ্ঞানিক আমি কিছুই বলবনা এ বিষয়ে আপনারা ভালোই জানেন অন্তত আমার থেকে ।
আমি শুধু বলব - আপনি কখনও আপনার নিজের চোখের দিকে দেখেছেন আয়নার সামনে গিয়ে না দেখে থাকলে আজই দেখুন কি বিষ্ময়
লুকায়িত আছে । চোখ কথা বলে নিঃশব্দে, অনেক কিছুই খুব অল্পতে প্রকাশ পায় চোখ দ্বারা । মানুষ যখন আবেগ তারিত হয় চোখে কেমন
যেন একটা মায়া চলে আসে যেন মনে হয় পুরো চোখ জুরে একরাশ মেঘমালা রাখা হয়েছে যে কোন সময় বৃষ্টি নামতে পারে । আবেগ বেশি
হয়ে গেলে তখন আসলেই বৃষ্টি নেমে আসে । বাবা-মা এর কথা ভাবলে, স্মৃতি রোমন্তন করল, প্রেমিক-প্রেমিকার কথা ভাবলে আরো নানা কারণে চোখের উপর বৃষ্টির মেঘ জমে । মানুষ যখন রেগে যায় চোখগুলো দেখলে মনে হয় রক্তের কণিকা গুলো ফেটে বের হচ্ছে । পথিকের
পিপাসাত' চোখ যেন বার বার পানির জন্য হাহাকার করছে, সারাটাদিন কষ্ট করে খেটে খাওয়া মানুষের চোখ যেন বার বার বলছে আমি
ঘুমতে চাই, ক্ষুদার জালাই জলতে থাকা চোখগুলো চেয়ে আছে উপরের দিকে আর যেন চিরে খাচ্ছে সেই সমাজ কে যারা টাকা দিয়ে খাবার কিনে না খেয়ে ফেলে দিচ্ছে বেশি ডাস্টবিনে। আর লজ্জায় চোখ কি হয় তা আমি হয়ত ব্যাখ্যা দিতে পারবো না তবে বলতে পারি এক
ধরনের অস্পষ্ট ভাষা তৈরি করে যা শোনার ইচ্ছে ব্যপক কিন্তু অপর পক্ষ বলতে পারছেনা........

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৮

নেওয়াজ আলি বলেছেন: অনন্য অপূর্ব

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চোখের সবথেকে বড় দুঃখ,নিজেকেই নিজে দেখতে পায় না।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১

Rajibrpsoft বলেছেন: সব কিছুরিই একটা সীমা আছে...

৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৭

রাজীব নুর বলেছেন: তাই চোখের যত্ন নেওয়া উচিত।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫২

Rajibrpsoft বলেছেন: হ্যা ভাই বেশি বেশি চোখ ধুতে হবে তাইনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.