নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও আমি.....

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৬




বৃষ্টি ভালোবাসেননা এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর । হাসি-খুশি মানুষ আমাদের ভালো লাগে কিন্তু সারাক্ষন হাসতে থাকলে আমরা তাকে পাগল বলি ঠিক তেমনি বৃষ্টি অবশ্যই ভালো লাগে তবে সারাক্ষন নয় । আমার কাছে রাতের বৃষ্টির ব্যাপারটা একটু অন্যরকম সাড়া জাগায়।
ভাবতে ভালো লাগে, রাতের বৃষ্টির শব্দ কানে নূপূরের আওয়াজের মত লাগে, সাথে এক কাপ গরম চা বৃষ্টির আমেজটা অনেক রোমান্টিক
করে তোলে । প্রিয় সঙ্গীর সাথে বসে রাতের বৃষ্টি মজাটাই আলাদা আর যদি রাতের খাবার আয়োজনে খিচুড়ি হয় তাহলেতো জুরিয়ে গেল ।

দিনের বেলার বৃষ্টি এখন শুধু মন খারাপ হয় অথচ একটা সময় ছিলো বৃষ্টি মানেই ভিজতে হবে, বন্ধুদের সাথে কাদা মাখা-মাখি করতে হবে,
ফুটবল খেলা, গাছের ফল চুরি এবং অনেকক্ষন বৃষ্টিতে ভেজার পর মায়ের হাতে মার খাওয়া । এখন আর বৃষ্টিতে ভেজা হয়না, নিজের জমানো কষ্টগুলো এখন আর বৃষ্টির পানিতে চোখের জল হয়ে মেশাই না, তবে কোন এক যায়গায় দারিয়ে বৃষ্টির পানি হাতে নিয়ে ছোট বেলার স্মৃতি রোমন্থন করা হয়।

বৃষ্টিতে ভেজার প্রবল ইচ্ছা থাকলেও বার বার মনে পরে যায়- এই বৃষ্টিতে ভিজবেনা, অসুখ হয়ে যাবে, বড় হয়ে গেছ ছেলেমানুষী গেল না।
আমরা কি আসলেই বড় হয়ে গেছি ??????

ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে সাথে শীতল হাওয়া
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়
মানুষ গুলো লুকনোর যায়গা খুজে ব্যস্ত...
বৃষ্টির ফোটায় ...বিরক্ত....ব্যস্ত পরিবেশ
হয়ত শুধু
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়
কর্দমাক্ত পথঘাট...দামি শার্ট প্যান্ট সু যাচ্ছে ভিজে
ভুরু কুচকিয়ে বিরক্ত প্রকাশ প্রার্থনার মালিকের কাছে
হয়ত শুধু
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়
বাচ্চাদের খেলা দেখে মুগ্ধ হচ্ছে আকাশ
তাইতো ঝরছে বৃষ্টি আরো জোরে
আমিও হাসছি .. হাসছে আমার মন...তবে
হয়ত শুধু
আমি ও আমার অনুভুতি পরে আছে অফিসের চার কিনারায়

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে বৃষ্টি মানে গজব অবস্থা।
রাস্তা ঘাট ডুবে যায়। যারা ফুটপাতে ঘুমায় তাদের ভীষন কষ্ট।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬

Rajibrpsoft বলেছেন: হ্যা ভাই ফূুটপাতের মানুষগুলোর খুব কষ্ট হয়, জানেনতো প্রত্যেক বিষয়ের এপিঠ-উপিঠ আছে

২| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩২

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৭

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাই পাঠে ও মন্ত্যব্যে

৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৪

শের শায়রী বলেছেন:

এক দিন বৃষ্টিতে বিকেলে,
থাকবেনা সাথে কোন ছাতা,
দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা..
থাকবেনা রাস্তায় গাড়ি ঘোড়া,
দোকান পাট সব বন্ধ,
শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোঁদা
গন্ধ...
এক দিন বৃষ্টিতে বিকেলে,
মনে পরে যাবে সব কথা,
কথা দিয়ে কথাটা না রাখার,
ফেলে আসা চেনা চেনা ব্যাথ্যা...
অদূরে কোথাও কোন রেডিওতে...
এই পথ যদি না শেষ হয়...
আর বৃষ্টির রং বয়ে যাবে নীল,
আর আকাশের রঙ টা ছাই....
এক দিন বৃষ্টিতে বিকেলে....
ভাঙ্গা দেয়ালের গাঁয়ে সাত পাকে বাঁধা
কবে কার...
আর বৃষ্টির ছাটে যাবেনা দেখা দুজনের
চোখের জল....
ছমছম ছমছম চোখের জল.
একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পরে যাবো দেখো ঠিক,
ধুয়ে যাবে যত আছে অভিমান,
ধুয়ে যাবে সিঁদুরের টিপ..
আর চটিটাও ছিঁড়ে যাবে তক্ষনি...
তাই পালানো যাবে না কোথাও..
রাস্তা যেমন তেমনই....
শুধু লোক জন সব উধাও..
এক দিন বৃষ্টিতে বিকেলে,
থাকবেনা সাথে কোন ছাতা,
দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়...® অঞ্জন দত্ত

২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:২০

Rajibrpsoft বলেছেন: আমার খুবিই পছন্দের একজন ব্যক্তিত্ব অঞ্জন দত্ত......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.