নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

সুর......

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯



সুর...বর্তমানে প্রত্যেক মানুষের জীবনে অতপ্রত ভাবে জরিয়ে আছে । সুর এমন এক বিষয় যা বদলে দিতে পারে অনেক কিছু ।
প্রত্যেক কিছুর একটা সুর, ছন্দ, লয় আছে । আমরা প্রতিনিয়ত যে কথা বলি তাতেও সুর রয়েছে, এই সুরের মাধ্যমে আদি কাল থেকে
শুরু করে এখন পর্যন্ত অনেকেই আমাদের হ্রদয় অবস্থান করছেন । পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন শরীফ যে যত সুর দিয়ে পরতে পারে তারটা
ততই ভালো লাগে । তবে এটাও সত্য যে ভালো সুর হলেই হবেনা স্বরের ও প্রয়োজন । আমি একটা সুর তৈরি করলাম তা যদি ভালো
স্বর দিয়ে না চর্চা করা হয় তা কখনও ভালো হবেনা । স্বর ও সুরের সঠিক মিলন ঘটলে মানুষ তার আবেগ ধরে রাখতে পারেনা, প্রশংসা
স্বাভাবিক ভাবেই বের হয়ে আসে । আর এই সুর সৃষ্টি কোন সাধারন কাজ নয় এর জন্য প্রয়োজন হয় সাধনার, আবেগের সাধনা ।
যদিও আজকাল সুর কে স্বস্তা বস্তু বানিয়ে পরিবেশন করা হচ্ছে আর আমরা গিলেও খাচ্ছি আবার উগলাই দিচ্ছি তা শরীরে হজম হচ্ছে না,
নিছক সামান্য আনন্দ ছাড়া কিছুই হচ্ছেনা, তবে ভালো একটি সুর মানুষের মনে গেথে থাকে সারাজীবন উদাহরণ দেয়া শুরু করলে আরো দশ-পনেরো পাতা লিখতে হবে।
সবথেকে বড় বিষয় হলো সুর কাউকে শেখানো যায়না নিজে থেকেই আসে, সাধনার ফল হিসেবে আসে। সুর তখনিই সফল হয় যখন
এটা জীবন ও প্রকৃতির কথা বলে ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩

নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর  লেখা

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:১১

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাই .....পাঠে ও মন্তব্যে

২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সুর মানে সঙ্গীত।

সংগীত থেকেই তো সব কিছুর সৃষ্টি হয়েছে।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:১২

Rajibrpsoft বলেছেন: যথার্ত বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.