নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

অভাব.........

০১ লা মে, ২০২০ রাত ৯:৪৭



অভাব পৃথিবীর বুকে আবিষ্কিত এমন এক বিষয় যা কখনও পুরণ হবার নয় । বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করেছেন যা এই মন্ডলির রূপ রেখায় পরিবর্তন হয়েছে তারপরও সেই বিজ্ঞানীদের অভাব পূরণ হয়নি তাদের নতুন আবিষ্কারের নেশা লেগেই ছিলো ।
মনস্তাত্বিক অভাব বলেন আর ক্ষুদা নিবারণের অভাব, বা জীবন যাত্রার মানের অভাব কোন কিছু কি আমরা মিটাইতে পেরেছি । রাস্তায় পরে
থাকা মানুষটির সারাদিনে একবেলা খেতে চাওয়া অভাব কেটে গেলে শুরু হবে দুই বেলা কিভাবে খাওয়া যায়, তারপর তিন বেলা, তারপর এক দিনের খাদ্য মজুদ, খাওয়ার ভালো একটা স্থান, শোবার যায়গা, এভাবে যখন সেই রাস্তায় পরে থাকা ব্যক্তিটির বিশাল দালান কোঠা হবে, দামি বাড়ি-গাড়ি হবে, সুন্দরী বউ, সমাজের দরীদ্র মানুষের পাশে গিয়ে দারাবে তখনও কি তার অভাব পূর্ন হবে, তখন কি মনে হবে না সারা দেশের মানুষের পাশে যদি দাড়ানোর ক্ষমতা থাকত, পৃথিবীর সব যায়গা গুলো ঘুরে দেখার, এগুলো সব পুর্ন হলে যখন বয়সের ভারত্ব দেখা দিবে তখন জীবন এত অল্প সময়ের কেন তার অভাব দেখা দিবে এবং শেষ সময়ে পাপ-পূর্নের হিসাব মিলাতে গিয়ে মনে হবে সৃষ্টিকর্তার জন্য কি কিছু করতে পেরেছি তার অভাব দেখা দিবে.... সময় ফুরিয়ে গেলেও অভাব ফুরবে না .......

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: অর্থনীতির সুত্র বলে মানুষের অভাব কোনো দিন শেষ হবার নয়।

০২ রা মে, ২০২০ দুপুর ১২:১৬

Rajibrpsoft বলেছেন: জি ভাই

২| ০২ রা মে, ২০২০ রাত ৩:৩৬

নেওয়াজ আলি বলেছেন: দেশ এখন চাউল আর তেল বেশী এইসব দেখার লোক নাই

০২ রা মে, ২০২০ দুপুর ১২:১৭

Rajibrpsoft বলেছেন: হা হা হা হা একদম ঠিক ...চাল চুরি করবে না দেশের সেবা করবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.