নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক........

০৮ ই মে, ২০২০ রাত ১০:৫৮



সম্পর্ক এর ইংরেজী শব্দটা বলতেই হয়ত আমরা বাঙ্গালীরা অভ্যস্ত্ব বেশি। আর আমরা যখনিই রিলেশেনশিপ কথাটা বলি সাথে সাথে আমাদের মাথায় প্রেমিক-প্রেমিকা ব্যাপারটা ঘোরপাক খেতে শুরু করে। অথচ সম্পর্ক সেতো বিষদ এক বিষয়। বিধাতার সাথে, বাবা-মা এর সাথে, বন্ধু-বান্ধবী সাথে, অফিসের কলিগদের সাথে, পাড়া-প্রতিবেশির সাথে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এর ছোট-বড় ভাই সাথে, রাজনৈতিক ইত্যাদি সকল বিষয়ের সাথে এই সম্পর্ক জড়িত । আমরা মানুষ কতবারিই না কত উপায়ে চেষ্টা করি কিভাবে একা থাকা যায়, কোন সম্পর্কের ধার না ধেরে, সকলের থেকে দুরে, নির্জনে একা থাকার চেষ্টা সেই কতকাল আগে থেকেই । কোলাহল ছেড়ে, টেকনোলজি ছেড়ে মানুষ হিসেবে একা আপনি থাকতে পারবেন কিন্তু আসলেই কি একা ? কারো সাথেই কি ঐ সময় আপনার সম্পর্ক নেই ? হয়ত কাগজ-কলম, নয়ত প্রকৃতি, নয়ত বই, আর হয়ত প্রার্থনার সাথে আপনার সম্পর্ক জড়িত ।

আপনি কোথাও একা নন কোথাও না ...........

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ রাত ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: পরিবারের সাথেই ভালো সম্পর্ক রাখলে নিজে নিরাপদ আমার মতে

০৯ ই মে, ২০২০ রাত ৩:৩৮

Rajibrpsoft বলেছেন: হ্যা ভাই পরিবারের সাথে থাকাটাই নিরাপদ

২| ০৮ ই মে, ২০২০ রাত ১১:২৮

চাঙ্কু বলেছেন: সম্পর্ক জিনিসটা জডিল!

০৯ ই মে, ২০২০ রাত ৩:৪০

Rajibrpsoft বলেছেন: জটিল ভাবলেই জটিল তবে এটি খুব সহজ ...যদি একটু ভেবে দেখেন

৩| ০৯ ই মে, ২০২০ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: গিভ এন্ড টেক।
তাহলেই সম্পর্ক ভালো থাকে।
একতরফা সম্পর্ক টিকে থাকে না।

০৯ ই মে, ২০২০ রাত ৩:৪১

Rajibrpsoft বলেছেন: জি ভাই দেওয়া নেয়ার মাঝেই সম্পর্ক টিকে থাকে

৪| ০৯ ই মে, ২০২০ ভোর ৬:২১

শের শায়রী বলেছেন: আবার কেউ কেউ আছে হাজার জনের মাঝেও একা থাকতে পারে ভাই........

০৯ ই মে, ২০২০ সকাল ১০:২৫

Rajibrpsoft বলেছেন: অসংক্ষ্য ধন্যবাদ ভাই ক্ষুদ্র মানুষ টার লেখায় মন্তব্য করার জন্য । আর হ্যা ভাই নিজের সম্পর্ক যখন কেউ একাকিত্বের সাথে করে নেয় তখন হাজার জনের ভেতর একা থাকা সম্ভব হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.