নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি ও বিচার ......

১০ ই মে, ২০২০ রাত ১:০৬



বাবা আজকে আমরা খাইতে পাবো ? খুব খিদা পাইছে বাবা আজকে নিয়া আইসো কিছু। সাইমার মা তার স্বামীর দিকে তাকিয়ে অনেক কিছুই
হয়ত বলবে কিন্তু কিছুই বলতে পারলোনা, খাইরূল তার বউ এর দিকে তাকিয়ে, দুজনার চোখ ছলছল করছে চোখের পানি পরতে গিয়েও হয়ত পরলোনা । তারা শিখে গেছে কিভাবে পানি আটকায় রাখতে হয় ।

অজপাড়াগায়ে তাদের বাস , খায়রূল দিন মজুর যা কাজ পাই সেটাই করে , নিদৃষ্ট কোন কাজ নেই, ছোট্ট একটা টূপরি তে তিনজন থাকে ।
১৩ বছরের সঃসার ,মেয়ের বয়স ১০, শেষ ৭-৮ মাস আগে মেয়ে ও তার বউ এর জন্য কাপড় কিনেছিল । ঠিকমত খাবার জোটেনা আবার কাপড় । শেষ তিনদিন আগে মাটি কাটার কাজ করে ৪০ টাকা পেয়েছিল তা দিয়ে কোনরকম একবেলা খেয়ে তিনজন বেচে আছে ।

রাস্তাদিয়ে হাটতে হাটতে কি সব চিন্তা করতে করতে হঠাৎ দেখল একটা সাদা কালারের গাড়ি, কয়েকজন জমায়েত হয়েছে সেখানে, সেও গেল । একজন কোটটাই পরা লোক কি যেন বলছে গাছ কাটার ব্যাপারে আর ১০০ টাকা । সে বোঝার চেষ্টা করলো , পাশে থাকা লোকটিকে জিজ্ঞেস করলো কি হইছে , সে বললো ঐ উচু টিলার নিচের গাছ গুলো কেটে দিতে হবে তাও রাতের বেলায় ।
খায়রূল কিছু না বুঝেই রাজি হলো পেটে ক্ষিদাতো । সে আরো কাছে গিয়ে বললো মালিক আমি কাটবো গাছ । অনেকেই তাকে অনেক
কিছু বলতে চাইলো কিন্তু সে কারো কথায় শুনলোনা রাজি হলো সাথে সাথে নগদ ১০০ টাকা পেলো তার সাথে আরো দুইজন যোগ দিল

১০০ টাকা সে তো মহা খুশি, বাড়িতে তিন দিন পর খাবার খাবে তার পরিবার তবুও কৌতুহুলি মন তাদের দুইজন কে জিজ্ঞাসা করলো অন্যরা চলে গেলো কেন? কেন তুমি কিছু জানোনা টিলার ওখানকার গাছ গুলোতো সব সরকারি আর যারা আমাদের টাকা দিয়ে গেলো তারা
দালাল চক্র আমরা গাছ কেটে দিব তারা এই গাছের কাঠগুলো অনেক দামে বিক্রয় করবে আর গাছ কাটতে গিয়ে ধরা পড়লে তারা আমাদের চিনবেনা সম্পূন' ঝুকি আমাদের । খায়রূল ও আচ্ছা তাহলে তোমরা রাজি হলে কেন ? বাকি দুজন তুমিও যেমন ঠেকায় পড়ে ঠিক আমরাও এখন যাও রাতে দেখা হবে ।

সাদা গাড়ির ভেতর একজন বসেছিলো তাকে কেও খেয়াল করে নি । হাসান সাহেব তার কোটটাই পড়া ম্যানেজারকে জিজ্ঞাস করলো ওরা পারবেতো ..ম্যানেজার জি স্যার তারা পারবে - অভাবী লোক স্যার পেটের দায়ে ঠিকিই পাড়বে । হাসান সাহেব- দেখো : তুমিতো আগেই তাদের টাকা দিয়ে দিলে ।

বাসায় খাবার এসেছে, সবাই আজ পেট পূরে খাবে । খেতে খেতে মেয়ে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি নতুন কাজ পাইসো , হ রে মা
সায়মা খেয়ে ঘুমিয়ে পড়লো, সায়মার মা জিজ্ঞাসা করলো কি গো কিসের কাজ আর কাজ করার আগেই টাকা দিয়া গেল । গাছ কাটার কাজ, ঐ যে উচু টিলাডা আছেনা ঐখান কার গাছ। সায়মার মা কি কও ঐগুলি না সরকারি গাছ, কিছুদিন আগে কারে যেন ধইরা নিয়া গেল আর মাইকে কি সব শাস্তির কথা কইয়া গেল, দেখো কোন বিপদ হইবনাতো । খায়রূল রেগে গিয়ে বললো চুপ কর খালি অলক্ষনে কথা একদম চুপ ।

রাতের বেলায় খায়রুল তার মেয়ের মাথায় হাত বুলায়ে, সে ঘর থেকে বেরিয়ে গেল , সায়মার মা কইল সাবধানে থাইক । খায়রুল ..হ হ

সবাই আইসা পরছে আরো ৩-৪ জন আছে , রাস্তায় ট্রাক দারায় র‌ইছে হয়ত গাছ কাটা হলে সব নিয়া ট্রাকে উঠাইয়া লইয়া যাইব ।
গাছ কাটা শুরু হলো কিছুক্ষন পর হঠাৎ বেশ হাওয়া শুরু হইলো সাথে বৃষ্টি তারপরও গাছ কাটা থামেনি । বেশ কয়েকটা গাছ কাটার পর
খায়রুল একটা গাছ কাটতে গেলে পাখি চিল্লায় উঠলো, সে যতবার গাছে কুড়াল এর কপ বসায় ততবারিই গাছে থাকা পাখি চিৎকার দিয়ে উঠে। তার বিবেকে একবার বাধা দিলেও সে থামেনি কেটে ফেলছে গাছ। অনেক গুলো গাছ কাটা হলে সবাই মিলে তা ট্রাকে উঠিয়ে দিয়ে যে যার মত বাসায় আইসা পড়লো ।

তখন রাত অনেক গভীর, বাইরে বেশ জরেসরে বৃষ্টি ও সাথে ঝর হচ্ছে , সায়মার মা চিন্তিত কখন আইব তার স্বামী। দরজায় হঠাৎ - সায়মার মা দরজা খোল। সে তারহুড়া করে দরজা খুললো দেখে খায়রুল ভিজে একাকার

ভোরের আগে (আযান দেয় এমন সময়) বৃষ্টি আর ঝড় এর গতি আরো বেড়ে গেলো , ঘরের ভেতর অনেক যায়গা দিয়ে পানি পড়ছে । সায়মা ঘুম থেকে জেগে গেছে সে তার বাবাকে জড়িয়ে ধরে আছে । বাইরে প্রচন্ড বৃষ্টির সাথে সাথে মেঘ চম্কাচ্ছে সাথে বাজ বা ঠাডা পড়ছে , খায়রুল বলল পরিস্থিতি ভালো নাগো সায়মার মা , আমাদের স্কুলের দিকে যাওয়ন লাগবো । সায়মার মা কইল তুমি তোমার বেটিরে লই্য়া বাইর হও আমি কিছু দরকারি জিনিস লইয়া বাইর হইতাছি। খায়রুল তার মেয়েরে নিয়ে বাহির হইল আর একটু সামনে আগাইল ..আর চিৎকার দিল কই বাইর হও কিন্তু ঐ সময় বাজ পড়ে ঘর তছনছ হইয়া গেল আর একবার একটা চিৎকার শোনা গেলো ওমাঃ এর পর আর কোন আওয়াজ পাওয়া যায়নি। খায়রুল কি করবে কিছুই বুঝতে পাড়লনা সে ও তার মেয়ে ডাক দিল দজনেই ডাক দিল কোন সাড়া শব্দ নাই , আবারো একটা বাজ গাছের উপর পড়ে গাছ ভেঙ্গে ঐ টুপড়ির উপরেই পড়ল। খায়রুল ও তার মেয়ে কাদতে কাদতে স্কুলের দিকে দৌড়াতে লাগলো ।

সকাল বেলায় বৃষ্টি থামার পর খায়রুল ও তার মেয়ে সায়মা যলদি বাড়ির দিকে রওনা দিল, স্কুলের পথ টিলার উপরেই, টিলা দিয়ে নামার সময় সায়মা খেয়াল কড়ল তিনটা পাখি একটা বড় দুইটা বাচ্চা, দুইটা কোন নড়াচড়া করছে না, একটা ছোট বাচ্চা বেচে আছে আর সে চেও চেও করছে । সায়মা বলল বাবা দেখ, খায়রুল খেয়াল করেও যেন কড়ল না বলল চল আগে বাড়ি যাই ।

বাড়ি এসে দেখে পুড়ো বাড়ি লন্ড-ভন্ড হয়ে গেছে আর একটা গাছ সায়মার মায়ের উপর পড়ে আছে । খায়রুল কাদতে কাদতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে থাকা সায়মার মাকে বার করার চেষ্টা করলো এবং এও বুঝলো যে সে আর বেচে নেই ..

হাসান সাহেব গাছের ব্যবসায় করতে গিয়ে সরকারের কাছে ধরা পড়েছে ....আর সেই ঝড়ের ঘটনার কিছুদিন পর তার একমাত্র বাচ্চার ক্যান্সার ধরা পড়েছে । ডাক্তার বলেছে তার বাচার সম্ভাবনা নাই ........




বিশেষ দ্রষ্টব্য : এইটা আমার জীবনের প্রথম গল্প ...ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি যখন "বিচার" শব্দটি উচ্চারণ করেছেন, সায়মার মায়ের মৃত্যু হওয়াটা কি সঠিক বিচার হলো? বা হাসানের বাচ্ছার ক্যান্সার হওয়া? গল্পের প্লটে লজিকক্যাল ভাবনা থাকলে, প্লট শক্ত হয়; না'হয়, উহা রূপকথা হয়।

১০ ই মে, ২০২০ বিকাল ৪:১৯

Rajibrpsoft বলেছেন: প্রথমত ধন্যবাদ জানায় পাঠে ও মন্তব্যে । ২য় /- গল্পটি সম্পূর্ণ আমার কল্পনায় লেখা ...আমি প্রকৃতি তার বিচার নেয় কোন না কোন ভাবেই সেটাই বোঝানর চেষ্টা করছি ...মা পাখি ও তার বাচ্চার মৃত্যু ....প্রকৃতি তার বিচার কিভাবে নিলো সেই বিষয় টায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ...

২| ১০ ই মে, ২০২০ রাত ২:০৯

রাজীব নুর বলেছেন: বড় নির্মম।

১০ ই মে, ২০২০ বিকাল ৪:১২

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাই পাঠে ও মন্তব্যে

৩| ১০ ই মে, ২০২০ রাত ৩:৫৪

নেওয়াজ আলি বলেছেন:   সুচিন্তিত  মনোভাবের প্রকাশ

১০ ই মে, ২০২০ বিকাল ৪:১৩

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাই পাঠে ও মন্তব্যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.