নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

মুখোশ..........

২২ শে মে, ২০২০ ভোর ৪:০৫



মুখোশ কথাটির বা এই বিষয়টির আবিষ্কার কবে নাগাদ হয়েছে তার সঠিক কোন তথ্য নেই তবে এটি যে বিনোদনের উদ্দেশ্যে ব্যব্হ্রত হয়েছে এবং বিনোদনের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছিলো তা ইতিহাস ঘাটলে বোঝা যায় । জানেনকি কোন বইয়ের ভাষায় নয় এই পৃথিবী মুখোশকে দুই ভাগে ভাগ করেছে এক পরিহিত মুখোশ আর দুই অপরিহিত মুখোশ ।
বিনোদনের উদ্দেশ্যে বা নিজের পরিচয়কে অন্যভাবে প্রকাশ করার উদ্দেশ্যে বা বর্তমানে করোনা থেকে বাচতে এবং আরো নানান কারণে আমরা মুখোশ পরিধান করি, এবং এটা দেখাও যায় যে তারা মুখোশ পরে আছে আর বোঝাও যায় তাদের উদ্দেশ্যটা কি ? কিন্তু সবচেয়ে কঠিন হলো আপনি যাকে দেখছেন হয়ত তার সাথে আপনার খুব ভালো সম্পর্কও আছে বা হয়ত সে আপনার ঘনিষ্ট বন্ধু সেও মুখোশ পরে আছে অপরিহিত মুখোশ । যার সামনা সামনি এক রূপ আর পেছনে আরেক রূপ বলতে পারেন রাজনৈতিক নেতা এর জলজান্ত উদাহরণ ।
যারা আপনাকে সামনে থেকে কতইনা আশ্বাস দিচ্ছে, বিপদে আপনার পাশে থাকবে বলছে, সে বৃষ্টিতে আপনার সাথে ভিজবে, লুকিয়ে আপনার সাথে সিগারেট টানবে, এলাকার মুরব্বিদের বকা খাওয়ার সময় সেই বকাও ভাগাভাগি করবে কিন্তু আপনি যখন জানবেন সেই ব্যক্তিটাই আপনার সবচেয়ে ক্ষতি করেছে নিজেকে খুব অসহায় মনে হবে .. নিজেকে বার বার প্রশ্ন করবেন এ কেমন তাদের অপরিহিত মুখোশ...........?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ ভোর ৪:২৬

শের শায়রী বলেছেন: এভাবেও বলা যায়, দৃশ্যমান মুখোশ এবং দৃশ্যহীন মুখোশ

২২ শে মে, ২০২০ ভোর ৪:৩৫

Rajibrpsoft বলেছেন: জি আমার প্রিয় ভাই এভাবেও বলা যায়..... অসংক্ষ্য ধন্যবাদ পাঠে ও মন্তব্যে

২| ২২ শে মে, ২০২০ ভোর ৪:৩৮

নেওয়াজ আলি বলেছেন: ভীষণ ভালো উপভোগ্য লেখা।

২২ শে মে, ২০২০ ভোর ৪:৫০

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই পাঠে ও মন্তব্যে

৩| ২২ শে মে, ২০২০ ভোর ৫:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: খৃষ্টের জন্মের চারশ বছর আগে গ্রীসের নাটকে মুখোশের ব্যবহার দেখা যায়,হয়তো তার আগেও ছিল।

২২ শে মে, ২০২০ বিকাল ৩:৪১

Rajibrpsoft বলেছেন: প্রথমত পাঠে ও মন্তব্যে ধন্যবাদ ....আর ২য়য়ত জী ভাই এর আগেও মুখোশ পরার বিষয়টি ছিলো তবে সব গুলোই বিনোদনের উদ্দেশ্যে

৪| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: আমার ভাই কোনো মুখোশ নাই। ভিতরে বাইরে আমি একই রকম।

২২ শে মে, ২০২০ বিকাল ৩:৪৩

Rajibrpsoft বলেছেন: ভাই এটাতো খুবই ভালো কথা যে আপনার রূপ একই রকম .....এবং এটাই সবার হওয়া উচিত তাহলে আমাদের চারিপাশটা আরো সুন্দর হবে

৫| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫১

কূপমন্ডুক আর? বলেছেন: দারুন লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.