নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

কল্পনা......

২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৫



সূদুরের পথ হেটে চলি
চাদের সাথে খেলা করি
নাটাই ছাড়া ওরাই ঘুরি
অজান্তেই ভীড়াই তরী

তপ্ত আগুন হাতে নিয়ে
সূর্যকে দেখায় ভয়
নীল পাহাড়ের শীতল দেশে
ঠান্ডাকে করেছি জয়

যা ইচ্ছে ভাবনা নিয়ে
মন শুধু আজ উলট-পালট
কাব্যের পর কাব্য লিখি
নেই কোন আর শব্দ জট

স্বার্থপরের দুনিয়া ছেড়ে
আমি যখন অন্যখানে
টিকটক শব্দে ঘরির কাটা
আমায় শুধু পেছন টানে

অস্তিরতায় ঘুম ভাঙ্গার পর
বাস্তবতায় এসে দেখি
সবই শুধু কল্পনা
আমার আকা আল্পনা ......।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। বানানের দিকে একটু নজর দিন। নাটাই ছাড়া ওড়াই ঘুড়ি। অজান্তেই ভিড়াই তরী। নীল পাহাড়ের শীতল দেশে। স্বার্থপরের দুনিয়া ছেড়ে। ঘড়ির কাঁটা। অস্থিরতায় ঘুম ভাঙার পর (ভাঙ্গারও চলে)। আমার আঁকা আল্পনা।

ছন্দ প্রথম স্তবক বেশ ভালো। লাস্ট স্তবক উলট পালট হয়েছে।

অস্থিরতায় ঘুম ভেঙে যায়-
বাস্তবতায় দেখি এসে
আমার আঁকা আল্পনা সব
কল্পনাতেই গেছে ভেসে


শুভেচ্ছা রইল।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৬

Rajibrpsoft বলেছেন: পাঠে ও মন্ত্যব্যে অশেষ ধন্যবাদ ... আমি এই বানান ভুলের সবার কাছেই বকা খায় ...খাতায় লিখতে গেলে হয়না কিন্তু পিসি তে এই সমস্যা হয় তাই ক্ষমা নিবেন । আর শেষের লাইন গুলো ইচ্ছাকৃত ছন্দ না মেলানো হয়েছে কারণ ঘুম ভাঙ্গার অস্থিরতা বোঝানোর জন্য ...। ধন্যবাদ আবারো

২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন:
নন্দিত প্রকাশ

২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৮

Rajibrpsoft বলেছেন: অসংক্ষ্য ধন্যবাদ ভাইজান

৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৯

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ মিতা ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.