নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মনে হয় আমার আসলে নিজের সম্পর্কে কিছু বলার নাই। খুব খুব সাধারণ আমি। নিজের সম্পর্কে আফসোস আছে। যা হতে চেয়েছি তা হতে পারিনি, মানুষের লক্ষ্য থাকে অনেক বড়। আমার লক্ষ্য বেশীবড় না। তবে শান্তিতে থাকতে চাই। ঝামেলায় যেতে একদমই ইচ্ছে করে না।

রাজ খান ইমন

রাজ খান ইমন › বিস্তারিত পোস্টঃ

মানসিকতাই সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব পরিবর্তনের মূল হাতিয়ার

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

মানুষের মানসিকতা তৈরিতে কে দায়ী? মানুষ নিজে নাকি সমাজ? উত্তরে অনেকে একটা বা উভয়টা দায়ী বলবেন। আমি বলব এবং অনেকটা জোর দিয়েই বলব যে মানুষে মানসিকতারর জন্য মানুষ নিজেই বেশী দায়ী আর এ দায় ১০০% এর বেশী!! আগে পরিবেশ নিয়ে সামান্য বলা যাক, ধরুণ আপনিএমন এক পরিবেশে বেড়ে উঠছেন, যেখানে আপনাকে শুরুতেই শেখানো হচ্ছে লম্বা দাঁড়িওয়ালা মানে জঙ্গি বা জামায়াতি, যারা বেশী ধর্মকাম করে বা নামাজ দোয়া করে তারা শিবির( মনে হয় যেন কাজ গুলো শিবির বা জামায়াতের জন্যই বরাদ্দকৃত আর সবার জন্যে অবৈধ, এসব কাজ করলেই মহা অন্যায় বলে দূত করা হবে যে কাউকে!!!)। তা হলে আপনি বড় হলেও সে প্রভাব কিছুটা হলেও বদ্ধমূল রয়ে যাবে বা রয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি আবালের কাতারাভুক্ত হচ্ছেন এবং দাঁড়ি টুপিওয়াল, ধর্মীয় মননশীলদের উপর আপনার ভাববোধটা গণহারে কমে যাচ্ছে, আপনি হয়ে যাচ্ছেন নাকে দড়ি দেওয়া বলদ টাইপ মানুষ! আপনাকে যদি শেখানো হয় হুজুরা যত নীতি কথা বলুক তারা ভিতরে ভিতরে আসলেই একটা শয়তান। বড় হলে সেটা আপনাকে প্রভাবিত করবে যদি পরাশ্রিত হয়ে থাকেন! আপনাকে যদি আরও শেখানো হয় যে নিচু জাত স্পর্শ করলে বা অন্য ধর্মের লোককে স্পর্শ করলে জাত চলে যাবে তাহলে স্পর্শভীতি আপনার মনের অগোচরে রয়েই যাব যদি আপনি শ্রীযুক্ত মশায়ের মত পদমর্যাদায় আসীন হতে চান! আরও হাজারো অসঙ্গতিপূর্ণ আচরণ বা রীতি নীতি আপনার ছোট্ট মনে ঢুকিয়ে দিচ্ছে আপনার সমাজ বা তাতে বসবাসরত গোঁড়া কিছু মানুষ যার কারণে আপনি তার পদাঙ্ক অনুসরণ করে গোঁড়া বাবু সেজে বসে থাকছেন এবং কলুর বলদের মত বোঝা বহন করে নিয়ে যাচ্ছেন দেশ হতে দেশান্তরে, চোঁয়া দিচ্ছেন একটু একটু করে, ছড়িয়ে দিচ্ছেন বিষ বাষ্প সব দিকে!
আমি বলি কেন??? কেন আপনি মানসিকতার পরিবর্তন সাধন করতে পারছেনা? আপনি কি শিক্ষিত নন? আপনার কি বিবেক বলতে কিছু নেই? মনুষ্যত্ব শব্দ টা কি আপনি পড়তে পারেন না? নাকি গো ধরে আছেন বাপ
দাদার মত!!!
এ আবাল ধ্যান ধারণা নিয়েই কি আপনি ইহ কাল ত্যাগ করবেন? এর জন্যই কি এত জ্ঞান অর্জন, এত বই পড়লেন বা এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন? গোঁড়া মুখী হওয়ার জন্যই কি এত আয়োজন? এত কিছু করেও আপনি নিজেকে পরিবর্তন করতে পারলেন না? আপনার পড়িত একটা বইও কি আপনার মনুষ্যত্বের দরজায় টুকা দিতে পারে নি? তাহলে তুতু দিন সে শিক্ষাকে বা বইকে বা শিক্ষা ব্যবস্থাকে যা আপনাকে কোয়ার ব্যাঙ করে রেখেছে এবং আপনাকে একজন অখন্ড মানস( মানুষ) হিসেবে কল্পনা করতে সাহায্য করে এবং আবাল গো শ্রেণীর মানুষে পরিণত করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.