![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক টুকরো মেঘ
নৈরাজ্য থেকে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় তা থেকেই একনায়কতন্ত্রের জন্ম হয়। ৫ই জানুয়ারির নির্বাচন একনায়কতন্ত্রের জন্ম দেবে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ কি বলবে। তাদের কি বলার আছে। তাদের তো একটাই অস্ত্র ছিল ভোট। সেটা থেকেও তারা বঞ্চিত। ভোট তো দূরে কথা তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। তারা আঁতকে উঠে যৌথবাহিনীর আগমনে। জান যাচ্ছে যাক। কিন্তু সহায় সম্পদ? তাও যাচ্ছে। বুলডোজার কেড়ে নিচ্ছে তাদের ভবিষ্যতের স্বপ্ন। মাথা গোঁজার ঠাঁই। পরিবার পরিজনের জন্য কিছুই রেখে যেতে পারছে না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে এক বাড়িতে জামায়াত যেমন আছে, তেমনি আছে আওয়ামী লীগ-বিএনপিও। একজনের অপরাধে যখন গোটা বাড়িটি গুঁড়িয়ে দেয়া হচ্ছে তখন অন্যদের স্বপ্নও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
এই রাজনীতির অবসান কবে হবে? মানুষ তো এই রাজনীতি চায় না। তারা তো পরিবর্তন চায়।মার্চ ফর ডেমোক্রেসী। শব্দটা খুবই সুন্দর। সঠিক ভাবে কর্মসুচী বাস্তবায়ন করতে পারলে বিষয়টা গান্ধীর অহিংস আন্দোলনের মতোই জনপ্রিয় হতে পারে। সরকারের উচিৎ বিরোধী দলকে কর্মসূচী বাস্তবায়নের সুযোগ দেয়া। দেশবাসী সহিংস অবরোধ থেকে মুক্তি পেলো। নিয়মতান্ত্রিক কর্মসূচীর মাধ্যমে সরকার আর বিরোধী দল নিজেদের যাচাই করে নিক। আমরা আর কোন প্রকার সহিংসতার শিকার হতে চাই না। জনগনকে জিম্মি করে কেও জনগনকে রক্ষা করেন আর কেও জনগনের জন্য যুদ্ধ করেন সেটা আমরা বুঝতে পারি এখন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১
সীমাহীন ভালবাসা বলেছেন: কিছু বলার ভাষা নাই,,