![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক টুকরো মেঘ
বৈকালিক এস্রাজের সুর
ফুরায় নিরর্থক গল্পদের আয়ু
মৈথুন প্রিয় সময় পথ হাঁটে চোখের নৈরাশ্যে
স্বপ্নের শরীর জুড়ে মুঠো মুঠো শূন্যতার ধূলো
প্রেমিক বিকেলগুলো ক্রমশ রক্তাক্ত আজ সন্দেহের কাঁচে ।
আলগা হয়ে এলে বৈকালিক এস্রাজের সুর
স্মৃতির সেতারে কাঁদে টুং টাং বাউল কষ্ট,
পাতাদের রক্তে রাঙা শ্রীময়ীর দাঁতের চুমুক
চৌকস রাত্রি জমায় রোমশ পেরেকের আঙুলে।
তবু আজও মগজের মৃত ক্যানভাসে
যখন নিশীথ সুরায় জাগে সমুদ্র মৈথুনের ঘ্রাণ
মনের কাঁচের ঘর প্রেমসিক্ত অ্যাকুরিয়াম হয়ে ওড়ে।
========================================
বিঃদ্রঃকবিতাটি ডাকটিকিট পত্রিকার২০১১ সালের জুলাই সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন কবিতা +++++++ নিয়মিত এমন কবিতা পেলে ভাল লাগবে খুব।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫
সকাল রয় বলেছেন:
দারুন লিখেছিলেন কিন্তু
আরো লিখুন
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!
খুব ভাল লাগলো।
বাংলা নববর্ষের শুভেচ্ছা!!!
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷
৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১
জমরাজ বলেছেন: নিয়মিত কবিতা চাই আপনার কাছে।
শুভকামনা রইল।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ সুন্দর লিখেছেন কবি
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১০
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
স্মৃতির সেতারে কাঁদে টুং টাং বাউল কষ্ট
বিষাদাচ্ছাদিত সুন্দর কবিতা।
তবে কবিতার ভাষা জটিল ...