নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাকিব। আম জনতা রাকিব। তবে আমার থেকে দূরে থাকাই ভালো~

রাকিব উদ্দিন নওশাদ

দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি

রাকিব উদ্দিন নওশাদ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধাদের কথা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

আমরা রাজাকার ইস্যুতে যতটা সরব, মুক্তিযোদ্ধা ইস্যুতে ততটাই নিরব। কোন মুক্তিযোদ্ধা বেঁচে থাকা অবস্থায় টাকার অভাবে ধুকেধুকে মরে গেলেও আমরা তার শান্তি কামনার লক্ষ্যে এগিয়ে আসি না। আবার রাজাকারকে ফাঁসি দিয়ে ওই মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেও ভুলি না!!!

না আমি বলছি না, রাজাকারের ফাঁসির দরকার নেই। আমিও সবার মতো বলব, সব গুলোকে জাস্ট ঝুলিয়ে দিন~

তবে জীবিত মুক্তিযোদ্ধাদের নিয়েও ভাবতে হবে। তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করার চাইতে তাদের মুখে এক চিলতে হাসি ফোটানোটা বেশি সুখকর~

পপ গুরু, মুক্তিযোদ্ধা আজম খাঁনের কথা মনে আছে?? হুম টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরেই ক্যান্সার নিয়ে মারা গিয়েছিলেন। যে আজম খাঁন গলা ফাটিয়ে গান গাইতেন, 'বাংলাদেশ... বাংলাদেশ...' সেই আজম খাঁনই একসময় গলা ফাটিয়ে বলেছিলেন, 'আমি তোমাদের কাছ থেকে বেশি কিছু চাই না, তোমরা শুধু আমাকে আমার রয়্যালিটির দামটুকু দাও'। না আমরা দেই নি। শেষ বয়সে এসে লজ্জায়, অপমানে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয়ও দিতেন না। লজ্জা কি উনারই হওয়ার কথা ছিল?? আমরা কি উনার চাইতে বেশি লজ্জিত হওয়ার কথা ছিল না??

আমরাই হয়ত শেষ জেনারেশন যারা মুক্তিযোদ্ধাদের সামনা সামনি দেখছে, মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনছে। এই শেষ জেনারেশনের উপর কি একটা দায়িত্ব বর্তাচ্ছে না??

আপনি থার্টি ফার্স্ট নাইটের কনসার্টের স্পন্সরশিপের জন্য কোন কর্পোরেট হাউজের কাছে যান। আপনার পুরো কথা শোনার আগেই কোটি টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যাবে। এইবার মুক্তিযোদ্ধাদের রাইজিং ফান্ডের কনসার্টের জন্য একটা কর্পোরেট হাউজের কাছে যান। মুখ ব্যাকিয়ে, মাথা চুলকাতে চুলকাতে বলবে, "মুক্তিযুদ্ধ টুদ্ধ রাখেন, ইও ইও টাইপ কিছু থাকলে বলেন"~

আমাদের দেশপ্রেম কি তাহলে "The Heroes of 71" গেইমসেই সীমাবদ্ধ থাকবে??

মুক্তিযুদ্ধের কথা শুনলে, আমরাও কি মুখ ব্যাকিয়ে বলব, "হোয়াট দ্যা হেল আর ইউ টেল??"

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের দরদ উথলিয়ে পড়ে যখন তারা মারা যায় তারপর। মারা যাওয়ার আগে অনেক কষ্টে জীবন-যাপন করলেও তা আমাদের অবগত হয় না। আমরা জেনেও না জানার ভান করি। আর এইটা নিয়েই তাদের মৃত্যুর পর অসংখ্য আর্টিকেলে আর্টিকেলে সাজিয়ে ফেলি।

সত্যিই আমরা জাতি বটে একটা। :(

পোষ্ট ভাল লাগলো। অল্প কথায় - বিবেকবানদের বিবেকে নাড়া দেওয়ার মত। +

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ~ :)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

জিহাদ বাবু বলেছেন: আমাদের মানবতা কিংবা দেশ প্রেম ক্ষণিকের।তাই আজও এমন

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: সেটাই সবচেয়ে বড় সমস্যা~ :(

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার পোস্টের সাথে একমত।

সময় থাকতেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের নজর দেয়া উচিত।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: জ্বি

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কঠিন সত্য কিছু কথা লিখেছেন।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

তানজির খান বলেছেন: "তবে জীবিত মুক্তিযোদ্ধাদের নিয়েও ভাবতে হবে" সম্পূর্ণভাবে একমত কথার সাথে।আমাদের সবাইকে এমন চেতনা জাগ্রত করতে হবে। পাশে দাড়াতে হবে মুক্তিযুদ্ধের, সকল মুক্তিযোদ্ধার।
আপনার লেখায় আমার প্রথম মন্তব্য , আশাকরি পাসে থাকব। আমার লেখায় আপনাকে আমন্ত্রণ। শুভ কামনা রইল আপনার জন্য ,সেই সাথে রইল নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: "The Heroes of 71" গেইমসেই সীমাবদ্ধ থাকবে??
বড্ড কঠিন সত্য।। মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমও আজ বিভক্ত দলীয় ভিত্তিতে!!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: সত্যিই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.