নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাকিব। আম জনতা রাকিব। তবে আমার থেকে দূরে থাকাই ভালো~

রাকিব উদ্দিন নওশাদ

দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি

রাকিব উদ্দিন নওশাদ › বিস্তারিত পোস্টঃ

একজন মোহাম্মদ আলী ও বাংলাদেশী~

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:২১



যারা রিপ মোহাম্মদ আলী লিখে স্ট্যাটাস দিচ্ছে, তাদের মধ্যে অর্ধেক মানুষ হয়ত গতকালও জানতো না কে এই মোহাম্মদ আলী?

১৯৪২ সালের ১৭ই জানুয়ারি খৃস্টান দম্পতি রংমিস্ত্রি ক্যাসিয়াস মারকেলাস ক্লে ও গৃহিনী ওডিসা গ্র্যাডি ক্লের ঘরে জন্ম নেন আলী। সন্তানের নাম রাখেন ক্যাসিয়াস মারকেলাস ক্লে জুনিয়র। ক্লে জুনিয়র ১৯৬০ সালে মাত্র ১৮ বছর বয়সে রোম অলিম্পিকে লাইট-হেভিওয়েটে স্বর্ন পদক জিতে খ্যাতির তালিকায় উঠে আসেন~

১৯৬৪ সালে ২২ বছর বয়সে তখনকার বিখ্যাত মুষ্টিযোদ্ধা সনি লিস্টনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে তোলপাড় সৃষ্টি করেন তিনি। এরপর বাকিটা ইতিহাস। তিনিই প্রথম মুষ্টিযোদ্ধা হিসেবে তিনবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। এখন পর্যন্ত তার এ রেকর্ড কেউ ভাঙতে পারেনি~

প্রথমবার শিরোপা জয়ের পরপরই খ্রিস্টান এ বক্সার ঘোষণা দেন তিনি 'নেশন অফ মুসলিম' গোত্রের সদস্য। এরপর ক্লে জুনিয়রের নাম রাখা হয় ক্যাসিয়াস এক্স। কিন্তু তিনি মনে করতেন তার পদবী দাসত্বের পরিচায়ক। এ কথা জেনে কিছুদিন পর ক্যাসিয়াসের নাম বদলে দিয়ে তার নতুন নাম মোহাম্মদ আলী বলে ঘোষণা দেন 'নেশন অফ মুসলিম' প্রধান ডব্লিউ ডি মোহাম্মদ। পরে ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন আলী~



মোহাম্মদ আলী একই সাথে বাংলাদেশ এবং যুক্তরাষ্টের নাগরিক ছিলেন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশে আসেন। তখন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বখ্যাত বক্সার আলীর হাতে বাংলাদেশের নাগরিকত্বের সনদপত্র ও পাসপোর্ট তুলে দেন~

বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে আলী বলেছিলেন, "If I get kicked out of America, I have another home."

১৯৭৮ সালে বাংলাদেশে এসে তিনি সুন্দরবন, সিলেটের চা বাগান এবং কক্সবাজার ভ্রমন করেছিলেন। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য্য দেখে তিনি বলেছিলেন, "If you want to go to heaven, come to Bangladesh"

ভালো থাকুক মোহাম্মদ আলী পরোপারে। সৃষ্টিকর্তা তাকে পরোপারেও ভালো রাখুক~

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:২৪

ভবঘুরে যাত্রি বলেছেন: লেখা টি কপি করার অনুমতি পারথি আমি

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: স্যরি অনেকদিন ব্লগ থেকে দূরে ছিলাম। আপনার মন্তব্যটি দেখি নি। দুঃখিত.... চাইলে এখন কপি করতে পারেন :)

২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালো থাকুক মোহাম্মদ আলী পরোপারে। সৃষ্টিকর্তা তাকে পরোপারেও ভালো রাখুক~ আমিন।

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আমিন

৩| ০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
১৯৭৮ সালে বাংলাদেশে এসে তিনি সুন্দরবন, সিলেটের চা বাগান এবং কক্সবাজার ভ্রমন করেছিলেন। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য্য দেখে তিনি বলেছিলেন, "If you want to go to heaven, come to Bangladesh"

ভালো থাকুক মোহাম্মদ আলী পরোপারে। সৃষ্টিকর্তা তাকে পরোপারেও ভালো রাখুক।

My pray to Almighty ALLAH (SW) : May his soul be in peace in jannath

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আমিন

৪| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৬

কালনী নদী বলেছেন: রাস্ট্রপ্রতি জিয়া ও আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লিজেন্ডারিকে আমাদের কাছে তুলে দড়ার জন্য।

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৫| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০

Saad Anik বলেছেন: যেখানে সবাই বলছে আলী Rest In Peace(RIP), আমি বলব Return If Possible. . . . . .

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আসলেই

৬| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:১১

সিকদার বাড়ীর পোলা বলেছেন: ভালো লাগা :)
+++++++++++++++++

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.