![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক, আবৃত্তিকার, উপস্থাপক
আজকে আমি ভাবছি হঠাৎ
কি ভাবা যায়?
কি করা যায়?
ভাবনাগুলো হচ্ছে উধাও, ভাবের মাঝেই
আজকে আবার করছি হিসাব
কি করা যায়?
কি করেছি?
গুলিয়ে গেল সকল হিসাব, হিসাব করেই
তারচেয়ে বরং দুইজনাতে স্বপ্ন আঁকি
জোৎস্না রাতে খোলা...
কাল সারারাত অশ্রু ছিল
নিদ্রাহীনতার সঙ্গী হয়ে
স্মৃতির পাতা সঙ্গে নিয়ে
রাত কেটেছে চরম ক্ষোভে
তোমার আমার স্বপ্ন যত
ভেস্তে তারা সব গিয়েছে!
মুখ ফিরিয়ে নিলেই যখন
প্রেম কি তখন আর রয়েছে?
স্বপ্ন ছিল বাঁচবো দু\'জন
মরবো মোরা...
কোন এক জোৎস্নাভেজা রাতে
নেমে যাবো পথে ঘর ছেড়ে।
বিড়াল যেভাবে হাঁটে নিঃশব্দে
সেভাবেই ফেলে পা হবো নিরুদ্দেশ।
তারপর তুমি নেই, তোমরা নেই।
নেই কোন পিছুটান যেন।
এই আমি চূড়ান্ত একাকী তখন।
ধীর পায়ে হেঁটে...
©somewhere in net ltd.