![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক, আবৃত্তিকার, উপস্থাপক
কোন এক জোৎস্নাভেজা রাতে
নেমে যাবো পথে ঘর ছেড়ে।
বিড়াল যেভাবে হাঁটে নিঃশব্দে
সেভাবেই ফেলে পা হবো নিরুদ্দেশ।
তারপর তুমি নেই, তোমরা নেই।
নেই কোন পিছুটান যেন।
এই আমি চূড়ান্ত একাকী তখন।
ধীর পায়ে হেঁটে যাই যেদিকে দু'চোখ যায়।
আমার দিকে চেয়ে থাকে যত নিশাচর প্রাণ।
দু-চারটে কুকুর তাকায় সন্দেহের চোখে।
আমি ভাবলেশহীন হেঁটে যাই তাদের এড়িয়ে।
আমাতে মনোযোগ হারায় তারা।
হেঁটে যেতে থাকি সুনসান পথে।
একঘেয়েমী আওয়াজ তুলে ঝিঁঝিঁ পোকা
বলে যায়, তুমি একা নও।
আমরাও অাছি রাত জেগে।
আমি স্পষ্ট দীর্ঘশ্বাস শুনি তখন।
মাথা উঁচু করে থাকা বৃক্ষের এবং নিজের দীর্ঘশ্বাস।
মনে হয় সহমর্মী হই তার,
বলে যাই কিছু কথা তাদের সাথে।
নিজের লাগাম ধরি। কি হবে অযথা বিরক্ত করে?
আমি হেঁটে যাই অবিরাম একাকী পথে ফেলে পিছুটান।
তারপর হঠাৎ জোৎস্না হারায়।
বৃক্ষরা প্রতিবাদ জানায় একাকীত্বের।
তেড়ে আসে কুকুর সকল আমার দিকে।
আমি দেখি তুমি নাই।
তুমি ছাড়া কিছু নাই।
হারিয়ে ফেলেছি যেন নিজেকে নিজেই।
তখনই আবার পথ খুঁজি।
এই আমি ফিরে চলি আপন গৃহে।
(ফেরা... ১১/০৯/২০১৬)
www.facebook.com/ramim.d.writer
©somewhere in net ltd.