![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোনো,
সাদা মেঘেদের আনাগোনা
এই শুরু হলো বলে----
বৃষ্টিধারায় ক্লান্ত তুমি
নিমজ্জমান অভিমান
পঙ্কিল জলভরা অ্যাভেনিউ
সামান্য ধৈর্য , এই এতোটুকুন—
ভেজা কাশফুলের সফেদে মগ্ন হও,
এইফাকে যাই , তোমা তরে একটি
উষ্ণ পৌষ আনতে
উত্তর গোলার্ধে ।।
সর্বস্বত্বঃ শাহ আজিজ
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০১
শাহ আজিজ বলেছেন: তাই তো যাচ্ছি ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি কবিতাও লেখা শুরু করলেন। অন্যদের তো না খেয়ে মরতে হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০২
শাহ আজিজ বলেছেন: মজা লইতাছেন ??????
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
জনারণ্যে একজন বলেছেন: @ আজিজ সাহেব, কবিতা চমৎকার লেগেছে। বড়োই সুখপাঠ্য। তবে একটা ব্যাপার বুঝলাম না - উত্তর গোলার্ধ থেকে কিভাবে 'উষ্ণ পৌষ' আনবেন?
ঘুরে আসেন ওখান থেকে একবার। বুঝবেন, ঠান্ডা কারে কয়!
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: চালিয়ে যান ।