![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক, আবৃত্তিকার, উপস্থাপক
আজকে আমি ভাবছি হঠাৎ
কি ভাবা যায়?
কি করা যায়?
ভাবনাগুলো হচ্ছে উধাও, ভাবের মাঝেই
আজকে আবার করছি হিসাব
কি করা যায়?
কি করেছি?
গুলিয়ে গেল সকল হিসাব, হিসাব করেই
তারচেয়ে বরং দুইজনাতে স্বপ্ন আঁকি
জোৎস্না রাতে খোলা আকাশ তাকিয়ে দেখি
কি করেছি, কি ভেবেছি- ধুলোয় লুটাক
তোর আর আমার ভাব হয়েছে, এটাই হিসাব!
সঠিক হিসাব।
www.facebook.com/ramim.d.writer