![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুনো নিশিত বেলা
মরমে করিছো খেলা
হৃদয় রুধির বেগে,
নাচিয়া উঠিছে জেগে।
দেবী হে মোর,
করি তব বন্দনা
মন, ফুল, চন্দনা,
হৃদয় খানি মোর
লহ হে প্রানের পর ।
বাধিয়া রাখো মোরে
আপন হৃদি ডোরে,
আমি যে হীন এক
ধরিয়া প্রেমিক বেক,
চাহিতে এসেছে তব
লভিয়া জনম নব।
বাসিয়া লহ মোরে
আপন তাজ করে,
বাধিয়া রাখো মম
আপন লাজ্ব সম।
আপন কেশে পরে
চূড়ারো মনি করে,
যাতন ন পাই যেনো
করিলে কবু হীন,
কপোলে করি চূমি
করিয়া লহ স্বামী, করিয়া লহ স্বামী!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩
রঞ্জিত বিশ্বাস বলেছেন: দুর্বোধ্য? ছন্দে রচিত তাই হয়তো কিছু অকেজো শব্দ আনতে হয়েছে।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭
জাহিদ অনিক বলেছেন: কবিরা আজীবন একই ভুল করে, তারা আজীবন দেবী নামে কাউকে না কাউকে ডাকে ।
কি সর্বনাশা ভুলটাই না করে কবিরা !!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
রঞ্জিত বিশ্বাস বলেছেন: প্রথম প্রথম ভুল করায়ও এক ধরনের শান্তি আছে। এতে করে ভুলের ভয়টা ধীরে ধীরে কমে যায়। সঠিক হবে আশা করি সামনে ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: বঙ্কিমীয় কবিতা।
++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০
রঞ্জিত বিশ্বাস বলেছেন: আমি ভাবছিলাম বৈষব পদাবলীর মত কিছু একটা হল কি না! ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৮
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কঠিন ভাষায় কাব্য চর্চা... ভালো লাগলো