নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞান কর্মী। যুক্ত আছি \"বিজ্ঞানের জন্য ভালোবাসা\" নামক বিজ্ঞান সংগঠনের সাথে। যারা বিজ্ঞান জনপ্রিয় করনে কাজ করে যাচ্ছে।

রঞ্জিত বিশ্বাস

(

রঞ্জিত বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

এত গুলো কাচের চুড়ি কেউ দিয়েছে কখনো?
কিংবা এত গুলো কপালের টিপ?
কোনোটা লাল, কোনোটা বেগুনী, খয়েরী, আসমানী
নীল রংয়েরটা কেমন জানি এক টুকরো আকাশের মত চেয়ে থাকতো।
তুমি বলতে “নীল রংয়ের সাথে আমার দুঃখের কথা হয়, ও আমার দুঃখু সই”
জানো, আমিও নীল হতে চেয়েছিলাম খুব।

সেবার যখন পূজোতে শেষ দেখা হলো, সেই আবির রাঙআ শাড়িটা ছিলো গায়ে
পায়ে তোমার লাল টকটকে আলতাটাও চোখের আড়াল হয়নী কিছুই।
শাড়িটাও ছিলো আমারই দেওয়া, কতনা ঝগড়া করেছিলে এই শাড়ি নিয়ে।
নীল পেড়ে খয়েরী শাড়ি পাশের বাসার বেনু ভাবীর ,
আবির রঙয়ের কালো পেড়ে শাড়িতে ক্ষেত দেখাবে তোমায়!
সেবার পড়োনী,
বাচ্চামী জেদে নীল রঙয়ের পুরোনো শাড়িটা পড়েই অঞ্জলী দিতে গিয়েছিলে।
কত না জেদ ছিলো আমাদের।
সে কত কাল আগে হবে বলোতো।
কাল কি আমাদের চলে যায় নি?

এতদিন পরে সেই আবির রঙয়ের শাড়িটা পড়েছো দেখে নিজেকে বেশ বিজয়ী মনে হচ্ছিল?
কত দিন তোমায় আলতা কিনে দেই না,
কাচের চুড়ির দোকানটা এখনো আগের মতই আছে
লাল, নীল, খয়েরী টিপের দোকানটা অবশ্য এখন আর শাখারি বাজারে নেই।
তবে ধোপা পল্লীর পেচনে এখনো পাওয়া যায় এমন লাল নীল খয়েরী টিপের দোকান।
আমি এখনো মাঝে মাঝে যাই, মুগ্ধ হতে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো ।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

রঞ্জিত বিশ্বাস বলেছেন: ধন্যবাদ। উতসাহিত হলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.