![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের ক্লান্তি ভুলে, স্নেহভরা কোলে তব,
মা-গো, বলো কবে শীতল হবো
কত দূর, আর কত দূর, বলো মা।।
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরনে জানি পাবো ঠাঁই।
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরনে জানি পাবো ঠাঁই।
যদি এ পথ চলিতে কাঁটা বিঁধে পায়,
হাসি মুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বলো মা।।
চিরদিনই মাগো তব করুনায়,
ঘরছাড়া প্রেম দিশা খুঁজে পায়।
ওই আকাশে যদি মা কভু ওঠে ঝড়,
সে আঘাত বুকে পেতে লব।
কত দূর আর কত দূর বলো মা।।
যতই দুঃখ তুমি দেবে দাও,
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও।
মাগো, যতই দুঃখ তুমি দেবে দাও,
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও।
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই,
তোমায় কেমনে ভুলে রবো।
কত দূর আর কত দূর বলো মা।।
(Copy-Pest)
২| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০২
দাদা- বলেছেন: এটা গান................। আবার মনে পড়লো প্রিয় গানখানি। ধন্যবাদ জানাই।
৩| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩
সুফিয়া বলেছেন: @ দাদা এটা যে একটা বহুশ্রুত এবং বহু প্রিয় গান সেটা বোধহয় আমি জানি। আরও জানি যে গানের প্রথম পর্ব হচ্ছে কবিতা অর্থাৎ সুর করার আগে এবং সুর করার পরও সুর ছাড়া শুধু গানের কথাগুলো পড়লে সেটা কবিতা হিসেবে পড়া হয়।
৪| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০২
রাসেল কাইয়ুম বলেছেন: Dada & Sufia Thanks For Your Comments
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫৩
সুফিয়া বলেছেন: কবিতাটি পড়তে পড়তে মনে হলো সকালবেলা দেশ ও মায়ের আরাধনা করলাম।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।