![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরীক্ষার হলের গেটের সামনে
দাড়িয়ে আমরা ক'জন. .. ঢুকি ঢুকি
ভাব. , ঢোকার ইচ্ছার অভাব .. কারণ
তেমন কিচ্ছু পড়ি নাই ..
গেটে ঢুকতেই দেখি দাড়োয়ান
মিয়া মেটাল ডিটেক্টর নিয়া
খাড়ায়া আছে .. তখন মনে পড়ল
আকাশের মোবাইল আমার পকেটে ..
দিয়া আসলাম আবিরের আম্মার
কাছে .. কি সুন্দর এক প্রযুক্তি আরেক
প্রযুক্তি রে কাইটা দিতেছে ..
এরকম প্রযুক্তি-প্রযুক্তি ক্ল্যাশের
মধ্যে ঢুকে গেলাম হলে ..
হলে ঢুকে একটা তথ্য মনে পড়ল যে
আমি বাক্স তো আনছি কিন্তু বাক্স
তে কলম আনছি কিন্তু পেন্সিল-স্কেল কিচ্ছু আনি
নাই .. এমতাবস্থায় অন্য
পোলাপানের সার্ভার থুক্কু কলম-
পেন্সিল ধার কইরা ক্লাউড
এক্সামিং চালাইলাম ..
প্রশ্ন পাওয়ার কিছু ক্ষনের মধ্যে
আমার DBMS এ এরর ধরা পড়ল.. এসব
প্রশ্নের উত্তর এককালে আমার
মেমরিতে থাকলেও এখন ডিলিট
হয়ে গেছে .. কাস্টমাইজ করার তো
কোন চান্স নাই, শুন্য কলসি থুক্কু
জিরো মেমরি বাজায়ে লাভ নাই
দেখে " এদিক-ওদিক, আশপাশ "
লিখে '' কে পারে '' ব্রাউজারে
সার্চ দিলাম ..
আমাদের পোলাপাইন এর অদৃশ্যমান ওয়াই ফাই
দ্রুত সার্চ রেজাল্ট আনা শুরু করল ..
দেখলাম পিছের টা, তার পিছের
টা, তার ও পিছের টা ধুমায়ে
ব্রাউজিং করতেছে ... আমিও
বিনামূল্যে হ্যাক করা শুরু করলাম ..
পুরা রুমে ধীরে ধীরে
গ্লোবালাইজেশন চালু হয়ে গেল ..
স্যার রাও সচল হয়ে গেল .. তারা
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
করতেই, আমাদের হ্যাকার টিম
পাসওয়ার্ড ব্রেক করতে লাগল ...
পোলাপান একের পর এক টপোলজি
ইউজ করতেছে, আমি ডিরেক্ট বাস
টপোলজির এক হাব হয়ে গেছি,
বাইরে যাই নাই .. স্টার কিংবা
মেশ টপোলজি ইউজিং এর রিস্ক
নেই নাই ..
তারপর ও কষ্টে মষ্টে হাজারো
এনকোডার দিয়ে পোলাপানের
গ্রিক ভাষা খাতার ভাষায়
রূপান্তর করে যা লিখলাম তা
ভালোই ছিল .. এখন স্যার যদি
কম্পাইলার না ইউজ করে
ইন্টারপ্রেটার এ খাতা কাটে
তাহলে পোয়া বাড়ো নাইলে
মাথায় মারো . .
©somewhere in net ltd.