নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল টাচ

রাসেল টাচ › বিস্তারিত পোস্টঃ

নেতৃত্ব আর কর্তৃত্ব....।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮

নেতৃত্ব একটি মানবীয় গুণ। পৃথিবীর সমস্ত সফল নেতৃত্ব এই ধারনাকে কেন্দ্র করে গড়ে ওঠে। একজন ধূমপায়ী সিগারেটের ধোঁয়া গলায় রেখেই বুজতে পারে সিগারেট ড্যাম বা নকল ছিল। একজন সফল নেতা তার শুভাকাঙ্ক্ষীদের সফলতা ও সমস্যা হৃদয় দিয়ে বুজতে পারেন।
নেতৃত্ব ও কর্তৃত্ব এক নয়। হুকুম যারা দেন তাদের প্রতি আনুগত্য থাকে কিন্তু নেতৃত্বের প্রতি থাকে মানুষের ভালোবাসা।

জর্জ বার্নার্ড শ’ বলেছেন, ‘রিজনেবল’ বা বাস্তববাদী মানুষেরা পৃথিবীর সঙ্গে নিজেদের খাপখাইয়ে নেন, দুঃসাহসী মানুষ পৃথিবীকে পরিবর্তন করেন আর পৃথিবীর সব অগ্রগতিই দুঃসাহসী মানুষের ওপর নির্ভর করে। তাই সত্যিকারের নেতা শুধু সাহসীই নন, তিনি দুঃসাহসীও। বস্তুত পৃথিবীর ইতিহাস অনেক দুঃসাহসী মানুষেরই ইতিহাস, যারা বাক্সবন্দি বা প্রথাগত চিন্তার বাইরে আসতে পেরেছেন। সব সমস্যাকে ভিন্নভাবে বা নতুন করে দেখতে পেরেছেন। আর দুঃসাহসিকতাই নেতাকে অসাধারণ করে।

কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, নেতা সেই ব্যক্তি : ‘প্রবল অটল বিশ্বাস যার/নিঃশ্বাস প্রশ্বাসে,/যৌবন যার জীবনের ঢেউ/ কলতরঙ্গে হাসে,/মরা মৃত্তিকা করে প্রাণায়িত/ শষ্য কুসুমে ফলে।/ কোন বাধা তার রোধে নাকো পথ/ কেবলি সম্মুখে চলে।’

নেতা আত্মবিশ্বাসী। নেতা কোনো বাধা মানতে নারাজ। আমাদের নতুন কিছু করতে হলে কর্তৃত্ব নয়, নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। নেতা ‘ফলোয়ার’ বা অনুসারী খোঁজেন না, তিনি সহযোগী সৃষ্টি করেন। তিনি কাজের অসফলতাকে ব্যর্থতা বলে মনে করেন না। কারণ তিনি অসফলতা থেকে শিক্ষা গ্রহণ করেন।

পৃথিবীতে নেতা হয়ে যেমন কেউ জন্মান না, তেমনিভাবে নেতা আকাশ থেকেও পড়েন না। মানবিক গুনাবলির মাধ্যমে নেতা তৈরি হয়। নেতা সত্যিকারার্থেই পরিবর্তনের রূপকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.