নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

আমার চুরি করা

২০ শে মে, ২০১৫ দুপুর ১২:১৮


আমি তখন সম্ভবত সবে মাত্র হাইস্কুলে পড়ি
পাশের বাড়ির আম, পেয়ারা চুরিতে নেইকো কোন জুড়ি।
এলাকার ছেলেরা সব থাকত আমার পিছু পিছু
দুষ্ট দলের লিডার আমি, ডাকত সবাই বিচ্ছু।
এভাবেই জিবন চলছিল ইচ্ছেমত বেশ
এত চুরি করেও মিটতো না যে খায়েশ। B-)

একদিন চুরি করতে যাই গাছ থেকে আম
অমনি এক রমনিকে দেখে বুকে লাগে টান।
চুরি ভুলে এক নজরে চেয়ে থাকি তার পানে
বন্ধুরা সব নিচে টানছে আমায় ধরা পড়ার ভয়ে।
তারপর দিন থেকে কেমন যেন হয়ে গেলাম আমি
বন্ধুরা সব আমায় বলে কোথায় গেল তোর এত বাহাদুরি।
কেমন যেন অচেনা হয়ে গেলাম তাকে পাবার আশায়
সাহস করে একদিন বলে ফেললাম ভালবাসি তোমায়। ;)

সব শুনে মেয়েটি বলল শর্ত একটা পাবে
চুরি যদি ছাড়িতে পার, ভালবাসতে পারি তবে।
সব শুনে আমি ছাড়িলাম আদি পেশা চুরি
তার কিছুদিন পরে শুনলাম সে চলে গেল শশুরবাড়ি।
আজও বুকটা কেমন হাহাকার করে উঠে মাঝরাতে
এতটা বছর পরেও শর্ত তোমার মানছি অক্ষরে অক্ষরে। :|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.