নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

এক জিবনে আর কত ভূল করা যায়.?

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

সারা জিবনে যে কতশত ভূল করেছি তার কোন ইয়াত্তা নেই।

প্রাইমারিতে পড়ার সময় প্রতিদিন নামতা গুনতে ভূল করতাম, স্কুল থেকে দেয়া বাড়ির কাজে বাংলা লাইন টানা খাতায় একই বাক্য বার বার লিখতেও ভূল করতাম। হাইস্কুলে উঠে প্রথমদিন নিজের ক্লাসটা চিনতে ভূল করেছিলাম। সাহিত্যিক “প্রমথ চৌধুরি” কে প্রথম চৌধুরি যে কতবার পড়েছি তা শুধু আমিই জানি। পরিক্ষার OMR ফরম পূরন করতে গিয়ে মাঝে মাঝে তো নিজের নামটাই ভূল করতাম।

কলেজের সেই টানা টানা চোখের শ্যাম বর্নের বান্ধবিকে প্রপোজ না করেও ভূল করেছিলাম। আবার সেই ভুলের জন্য নিজের অজান্তে কাদঁতেও ভূল করেছিলাম। চাকরিতে এসে মনে হল এই সিদ্ধান্তটাও ভূল করেছি, এই পরাধিন জিবন বোধহয় আমার জন্য নয়। সব ভূলের মাশুল দিতে গিয়ে যখন নতুন করে অচেনা কাউকে আপন করে পাওয়ার আশা জাগল ঠিক তখনেই বুঝতে পারলাম এই ভূলের বৃত্ত থেকে বেরোনো আমার দ্বারা সম্ভব নয়। অবশেষে তাকেও হারাতে হল………!!

সবশেষে যখন ভূলে ভরা অতিতের দিকে তাকাই তখন ভূলের থেকে শিক্ষা নেয়ার মত অনেক কিছুই হয়তোবা ছিল। কিন্তু হারাতে হয়েছিল তাকে (!) অথবা হারাতে হয়েছিল আমার নিজেকেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

মাঘের নীল আকাশ বলেছেন: আপনি তো ভাই এখনও ভুল থেকে বের হতে পারেন নাই!!!

জিবনে=জীবন
ভূল=ভুল
বর্নের=বর্ণের
অতিতের=অতীতের
কাদঁতেও=কাঁদতেও
পরাধিন=পরাধীন.....আরও কিছু আছে, খুঁজে দেখেন

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

বিবর্ন সভ্যতা বলেছেন: হা হা হা। ভাইজান, এই জন্যই তো এই পোষ্টের শিরোনামটা ”এক জিবনে আর কত ভূল করা যায়.” দেয়া হয়েছে। B-)

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

ধমনী বলেছেন: ভুল করতে পারাটাও সাফল্য। না হয় আমরা রোবট হয়ে যেতাম।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

বিবর্ন সভ্যতা বলেছেন: এখনো এই যুগে থেকে কি মনে হয় মানুষ আছি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.